শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলের ব্যর্থতা কিছু মানুষকে ভোগায়, সরকারের ব্যর্থতার মাসুল দিতে হয় সবাইকে

শরিফুজ্জামান শরীফ : বাংলাদেশে যখন রোহিঙ্গারা আসে তখন আমরা বহু আলোচনায় বলেছি, শরণার্থীদের আপনি কেবল ভাত-মাছ দিতে পারলেই সব সমাধান করে ফেললেন এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। করোনা মোকাবেলাও তেমনিÑ আপনি পরীক্ষা করলেন, চিকিৎসা দিলেন সব সমাধান হয়ে গেলো। নো। বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এই সংকটের সোশ্যাল ইমপ্যাক্ট আছে, পলিটিকাল ইমপ্যাক্ট আছে, ইকোনমিক্যাল ইমপ্যাক্ট সবার উপরে। আপনি এজেন্সি দিয়ে- ব্যুরোক্রেসি দিয়ে দিনের ভোট রাতে করিয়ে নিতে পারবেন, চামে চিকনে টিকেও থাকতে পারবেন। কিন্তু এই বৈশ্বিক সংকট মোকাবেলা কেবল ডিসি-এসি দিয়ে হবে না। কমিউনিটি ট্রান্সমিশন আর কী কী যেন বলেÑ আমি তো দেখি, আমরা করোনা সংকটের নার্সারি লেভেলে আছি। অবহেলায় বহু সময় পার করেছেন। এখনো যথাযথ মানুষকেÑ মানুষদের কাজে লাগান। মৈত্রী হাসপাতালের পরিস্থিতি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো ভুল লোক সঠিক কাজ করতে পারে না। সময় যতো যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে একটা রাজনৈতিক দলের সফলতা অসফলতা দেশের সব মানুষের জন্য ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু একটা সরকারের সফলতা বা ব্যর্থতা ইম্পর্ট্যান্ট। অন্যের মতকেও রেসপেক্ট করুন। ভারতের পশ্চিমবঙ্গ সেখানের সব বিরোধীদলকে ডেকে মতামত নিয়েছে।
বিজেপি গেছে, কংগ্রেস গেছে, বামরা গেছে। মমতার সবচেয়ে ‘দুশমন’ বামফ্রন্টের সূর্যকান্ত মিশ্র পেশায় চিকিৎসক এই রাজনীতিক দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন পয়েন্ট ধরে ধরে। ইউটিউবে পাবেন। মমতা তাকে থামাননি। আমাদের এখানে বিরোধীদল তো দূরের কথা। সরকারের ‘গছিয়ে দেওয়া বিরোধীদলের’ সঙ্গে এসব বিষয় এ কথা বলেছে বলে শুনিনি। এমনকি তার রাজনৈতিক জোটসঙ্গীদেরও সঙ্গে কোনো আলোচনা হয়নি। এখন গৃহপালিত বিরোধীদল বা জোটসঙ্গী নয়Ñ স্পেসটা বাড়ান। অযোগ্য লোকজন দূর করেন। মন্ত্রী হলেও তাড়ান। চোর ও তাদের সাগরেদ গাট কাটা দূর করেন। সময় দ্রুত ফুরাচ্ছে সম্প্রতি কোথায় যেন তথ্যমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের লোকজন চাল চুরি করতে পারে না। এসব কথা চোরদের উসকায়। আপনারা করোনার চেয়ে শক্তিশালী নন, প্রমাণ হয়েছে। মানুষের জীবনের বিনিময়ে প্রমাণ হয়েছে। রাজনৈতিক দলের ব্যর্থতা কিছু মানুষকে ভোগায়। সরকারের ব্যর্থতার মাসুল দিতে হয় সবাইকে। আপনাদের একগুঁয়ে মনোভাব, কিছুকে পাত্তা না দেওয়ার মনোভাব, খাই খাই মনোভাব একটা দেশকে দিন দিন বিপদের সীমানায় নিয়ে যাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়