শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুকন্যা, সংকটকালীন সময়ে আপনিই পারেন একমাত্র এদেশকে এগিয়ে নিতে

রাশেদা রওনক খান : যে স্বাস্থ্য ব্যবস্থা বিভাগীয় শহরের অতি পরিচিত সিলেট ওসমানী হাসপাতালের একজন চিকিৎসককে একটি অ্যাম্বুলেন্স দিতে পারে না ঢাকা আসার জন্য, সেই স্বাস্থ্য ব্যবস্থা আমাদের প্রতিদিন বোঝায় তারা করোনার চেয়েও শক্তিশালী, তারা ইউরোপ-আমেরিকার চেয়েও শক্তিশালী। সেই ব্যবস্থা রোস্টার ডিউটিতে থাকা ডাক্তারদের বরখাস্ত করে, সেই ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রীকে বোঝায় আমরা তৈরি, কিন্তু ডাক্তাররা পালিয়ে ঘরে বসে আছেন। আমরাও তখন ফেসবুকে ঝড় তুলি ডাক্তারদের বিরুদ্ধে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন আমার বলতে সমস্যা কোথায়। পৃথিবীর কোনো দেশই করোনার জন্য তৈরি নয়, কিন্তু সব স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকার করছে বিষয়টি, এক-দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও করেছেন বা পদত্যাগের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু আমাদের এখানে কেবল চলে ‘সব ঠিক আছে’ বলার প্র্যাকটিস। তো এই চাটুকারের দল কিন্তু এখনো চুপ করে বসে নেই। ডা. মঈনের মৃত্যুর পোস্টেও প্রধানমন্ত্রীর কতিপয় ডাক্তারদের উদ্দেশ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাগুলো পোস্ট করে চলছেন, অথচ তিনি যে পরে জাতির উদ্দেশ্যে ভাষণে ধন্যবাদ জানিয়েছেন, তা দিচ্ছে না। তারা যেসব বিএনপি-জামায়াত করে তা নয়, অনেকেই ক্ষমতার আশপাশের মানুষজন হয়তো। অর্থাৎ নিজের পদ-পদবি রক্ষায় স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা হলেই প্রধানমন্ত্রীর কথা ঢাল হিসেবে ব্যবহার করতেও তাদের গায়ে লাগছে না। এই হচ্ছে সুবিধাবাদী দল।
কীভাবে কারা প্রতি সেক্টরে ফায়দা লুটে যাচ্ছে, এসব থেকে টের পাওয়া যায়। কিছু বলার নেই আমাদের কারও। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যারা কার্পেটের নিচে ময়লা লুকিয়ে বলে আমাদের ঘর পরিষ্কার, সব ঠিক আছে, আজ তাদের বিদায় করার সময়। নয়তো এই চাটুকারদের জন্য মূল্য চোকাতে হবে অনেক। পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাসে আপনার নামই লেখা থাকবে, এই চাটুকারদের নয়। এই চাটুকারের দল সময়মতো ঠিক লেজ গুটিয়ে কোথাও বসে বসে প্রস্তুতি নেবে পরবর্তী সরকার প্রধানের চাটুকারিতা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটাই অনুরোধ, আপনার সরাসরি নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা যায় কিনা, যেখানে দেশ নিয়ে ভাবেন এমন দেশসেরা ১০ জন ডাক্তার, প্রশাসনের কয়েকজন মানবিক কর্মকর্তা, কয়েকজন ভাইরোলজিস্ট এবং বাহিনী প্রধানরা থাকবেন। এই টাস্কফোর্স আপনার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে, যেটা এই মুহূর্তের দুর্যোগকালীন স্বাস্থ্য ব্যবস্থার কার্যক্রম পরিচালনা করবে। ঠিক এমন আরেকটি টাস্কফোর্স ত্রাণ বিতরণ ও আপনার ঘোষিত কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য হতে পারে। ব্রিটেন বা আমেরিকাতেও এতো সব কার্যক্রম এখনো ঘোষিত হয়নি, হওয়ার চিন্তাভাবনা চলছে।
এই ক্রাইসিস যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, আপনি বিশ্ব নায়কদের অন্যতম হয়ে উঠবেন, এটা নিশ্চিত। কেবল দরকার চাটুকারদের চারপাশ হতে সরিয়ে পেশাগতভাবে দায়িত্বে আছেন, এমন মানুষদের এই মুহূর্তে সামনে নিয়ে আসা যারা সত্যিকারভাবে দেশের জন্য কাজ করবে, আপনাকে খুশি করার জন্য নয়। এই সংকটকালীন সময়ে আপনিই পারেন একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে। সবাই আমরা একমাত্র আপনার দিকেই তাকিয়ে আছি।
এই লেখার মাধ্যমে আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের আত্মার শান্তি কামনা করছি। দুটো অবুঝ সন্তান ও তার স্ত্রীর প্রতি সমবেদনা প্রকাশ করছি। সন্তান দুটোর ছবির দিকে তাকাতেও সাহস হচ্ছে না। কিন্তু জেনে রেখো, তোমাদের বাবা একজন জাতীয় বীর। আমাদের সবার ভালোবাসা তার সঙ্গে আছে, তোমাদের সঙ্গেও থাকবে। মহান আল্লাহতায়ালা তাকে বেহেশত দান করুন, আমিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়