শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামরার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভে সাকিব, এই মহামারিতে আমি পেছনের যোদ্ধা হিসাবে কাজ করতে চাই

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সাড়া বিশ্বে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রতিদিনই মৃত্যুর মিছিল বড় হচ্ছে। এখন পর্যন্ত ১৮ শত ৩৮ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ ভাইরাসে। মৃত্যু হয়েছে ৭৫ জনের। করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন সাকিব আল হাসান।

[৩] কদিন আগেই নিজের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুক লাইভে সাকিব করোনা মোকাবেলায় পেছনের যোদ্ধা হিসেবে কাজ করতে চান বলে জানিয়েছেন।

[৪] সাকিব মনে করেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা সামনের সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। পেছনে থেকেই সবার সাহায্যে কাজ করে যেতে চান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

[৫] এ প্রসঙ্গে সাকিব বলেন, আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু ইতিহাস থেকে পড়েছি অনেকে অনেকভাবে সামনের সারির মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। কেউ খাবার দিয়েছে, কেউ কাপড় দিয়েছে, কেউ তথ্য দিয়ে সাহায্য করেছে। আমি চিকিৎসক না। সুতরাং, করোনা মোকাবেলায় আমি সামনে থেকে কাজ করতে পারব না। কিন্তু একজন পেছনের যোদ্ধা হিসেবে তো কাজ করতে পারব।’

[৬] নিজের ফাউন্ডেশন নিয়ে সাকিব বলেন, আমার ফাউন্ডেশনে যে কেউ যে কোনো পরিমাণের অর্থ দিতে পারে। যার যেমন সামর্থ্য সে সেভাবে দিতে পারে। কারো ঘুরতে যাওয়ার টাকা থেকে কিছু বাঁচিয়ে, যাকাতের টাকা, টিফিন থেকে বাঁচানো টাকা। আমরা যদি সবাই মিলে অল্প অল্প করে সাহায্য করি তাহলে বড় অঙ্কের টাকা হবে। তা দিয়ে আমরা পিপিই বা স্বাস্থ্য সংক্রান্ত অন্য কিছু কিনে সাহায্য করতে পারব, দরিদ্রদের সাহায্য করতে পারব।

[৭] সাকিব এখন সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, সব সময় করোনা সচেতনতার সব সতর্কতা অবলম্বন করছেন। তবে ঘরে বন্দি থাকার এই সময়টা পরিবারকে দিতে পেরে আনন্দিত তিনি।

[৮] সাকিব বলেছেন, ‘আমি করোনা সচেতনার সব নিয়ম অনুসরণ করছি। এর আগে বিভিন্ন সময় না খেয়ে অনেক স্যাক্রিফাইস করেছি। কিন্তু এখন একটু খাওয়া দাওয়া করছি। একটু মোটাও হয়ে গিয়েছি। পরিবারের সাথে সময় কাটাচ্ছি, ভালো লাগছে। আগে ব্যস্ততার কারণে পরিবারকে খুব বেশি সময় দেয়া হয়নি। এখন মনে হচ্ছে, অনেক কিছু মিস করে ফেলেছি।-ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়