শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রভাবে ১০ শতাংশ ঘাটতি বাজেটে ইতালি

মুসা আহমেদ: [২] করোনার কারণে অর্থনীতিতে ব্যাপক ধস নামায় চলতি বছরে ঘাটতি বাজেটের মুখোমুখি হতে যাচ্ছে ইতালি। দেশটির সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, করোনার কারণে অর্থনৈতিক ব্যাপক মন্দা চলছে ইতালিতে। ফলে মোট জিডিপির ১০ শতাংশ ঘাটতি বাজেট হতে যাচ্ছে। ইতিমধ্যে রোম বিভিন্ন ঋণ সুবিধা নিয়ে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়টার্স

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের শেষের দিকে ১.৬ শতাংশ ঘাটতি বাজেট ধরা হলেও বছরের শুরুতে সেটি দাঁড়ায় ২.২ শতাংশে। পরে করোনা মহামারি আকার ধারণ চরম বিপর্যস্ত হয়ে পড়ে ইতালি। ফলে সেটি গিয়ে ঠেকেছে প্রায় ১০ শতাংশে। ১৯৯০ সালের পর এবারই প্রথম দুই অঙ্কের ঘাটতি বাজেট দেখলো ইতালি।

[৪] নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, বর্তমানে ঘাটতি বাজেট মোট জিডিপির ৮ শতাংশের কাছাকাছি। নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণার কারণে আরো ২ শতাংশ ঘাটতি যুক্ত হবে।

[৫] গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম হানা দেয় করোনা। ফলে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ কর্মসূচি হাতে নেয় দেশটির সরকার। করোনায় চাকরিচ্যুতদের সহায়তা ও স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত ব্যয়ের জন্য ২৭ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে দেশটির সরকার।

[৬] করোনায় এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২২ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮৬সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়