শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে গোপনে খাগড়াছড়িতে ঢুকছে মানুষ

আবুল বাশার নূরু: [২] করোনা সংক্রমণ রোধে খাগড়াছড়িতে প্রবেশ ও বাহির পথে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলেও সে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রতিদিন হাজার হাজার শ্রমিক জেলায় প্রবেশ করছে।

[৩] বৃহস্পতিবার মধ্যরাতে জেলার মানিকছড়ি ও রামগড় চেক পোষ্ট দিয়ে সহস্রাধিক শ্রমিক প্রবেশ করেছে। এরা সকলে ঢাকার আশুলিয়া, কুমিল্লা ও চট্টগ্রামের গার্মেন্টস শ্রমিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

[৪] মানিকছড়ি ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শ্রমিকদের নাম লিপিবদ্ধ করে সবাইকে কোয়ারেন্টাইনে থাকার শর্তে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

[৫] গত ১২ এপ্রিল জেলা কমিটি করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জেলায় প্রবেশ ও বাহির পথে নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বাস্তবে তার বায়ন দেখা যাচ্ছে না।

[৫] এ গণবিজ্ঞপ্তি পরও খাগড়াছড়ি জেলার প্রবেশমুখ মানিকছড়ি ও রামগড় চেক পোষ্ট দিয়ে শতশত মানুষ খাগড়াছড়ি জেলায় ঢুকতে দেখা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার পর মানিকছড়ি চেক পোষ্ট দিয়ে এক হাজার ১৭ জন ও রামগড় চেক পোষ্ট দিয়ে আরো একশ ৪৮ জনসহ এক হাজার একশ ৬৫ প্রবেশ করে। তার মধ্যে পার্শ্ববর্তী জেলা রাঙামাটির বাঘাইছড়ি ৩শ একজন ও লংদুর ২২ জন। সূত্র সময় টিভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়