শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রিটিশ গবেষকদের দাবি, করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতদের ৯১ শতাংশই ‘কো-মরবিডিটি’ অর্থাৎ অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন

মশিউর অর্ণব : [২] মার্চ মাস জুড়ে যুক্তরাজ্যের ওয়েলসে করোনাভাইরাসে ৪ হাজার মানুষের মৃত্যুর পর তাদের কেস হিস্ট্রি পর্যালোচনা করেছে যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ।

[৩] প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসে মারা যাওয়া প্রতি ১০ জনের মধ্যে অন্তত ৯ জনেরই মৃত্যুর আগপর্যন্ত নানা স্বাস্থ্য-জটিলতা বিদ্যমান ছিল।

[৪] মৃতদের মধ্যে অন্যান্য স্বাস্থ্য সমস্যা থাকার হার ২.৭ শতাংশ, অর্থাৎ তাদের বেশিরভাগই গড়ে দুইয়ের অধিক জটিল রোগে ভুগছিলেন।

[৫] এই স্বাস্থ্য জটিলতাগুলোর মধ্যে রয়েছে- অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রম, হৃদরোগ ও অ্যাজমাজনিত শ্বাসকষ্ট।

[৬] গবেষকরা বলছেন, বয়সের সাথে সাথে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকে এবং ষাটোর্ধদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি তুলনামূলক কয়েকগুণ বেশি।

[৭] কেবলমাত্র করোনাভাইরাসের কারণেই কতজনের মৃত্যু হচ্ছে, তা নিয়ে গবেষণা করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

[৮] অধিকাংশই ক্ষেত্রেই তারা লক্ষ্য করেছেন, মৃতদের অন্যান্য জটিল রোগ থাকলেও করোনাভাইরাসই ছিল মৃত্যুর চূড়ান্ত কারণ।

[৯] যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

[১০] এবিষয়ে পরিসংখ্যান ব্যুরোর প্রধান নিক স্ট্রাইপ বলেন, হৃদরোগসহ অন্যান্য স্বাস্থ্য জটিলতায় যারা মারা যেতেন, তারাই এসময়টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করছেন।

[১১] ব্রিটিশ গবেষকরা জানিয়েছেন, পূর্বের থেকেই যেসব রোগীদের মধ্যে কো-মরবিডিটি (অন্যান্য প্রাণঘাতী রোগ) রয়েছে, করোনাভাইরাস তাদের ক্ষেত্রে সর্বাধিক বিরূপ প্রভাব ফেলছে এবং তাদের মৃত্যুকে ত্বরান্বিত করছে। (সূত্রঃ ইউকে অফিস অব ন্যাশনাল স্ট্যাটিসটিক্স, গার্ডিয়ান, সিএনবিসি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়