শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিয়ের ৩ মাসের মাথায় স্বামীর ঘরে নববধূর লাশ, স্বামীর পরিবার পলাতক

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি : [৩] জেলার সদরে পল্লীতে বিয়ের ৩মাসের মাথায় স্বামীর মিলেছে শরিফা আক্তার (১৯) নামে এক নববধূর লাশ। সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী উত্তরপাড়া এঘটনা ঘটে। তবে এটি আত্বহত্যা নাকি হত্যাকান্ড সে বিষয়টি নিশ্চিত নয় ।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে সিলিং এর সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
[৪] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাহালু ভুগইল পাইকড় ইউনিয়নের কালিতলা গ্রামের আবু সামাদের কন্যা শরিফাকে ৩ মাস আগে উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন হাজরাদিঘী উত্তরপাড়া গ্রামের শাহ আলমের পুত্র রাকিব হাসান।বিয়ের পর থেকে ব্যবসার জন্য মোটা অংকের টাকার দাবি করে যৌতুক লোভী স্বামী রাকিব।

[৫] স্থানীয়রা ও নিহতের বাবা, মা জানান, বিয়ের পর থেকে ৪০হাজার টাকা যৌতুকের জন্য প্রতিনিয়ত চাপ দেয়া হচ্ছিল শরিফার উপর । টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে শরিফাকে বিভিন্ন সময়ে গালাগাল, তুচ্ছ তাচ্ছিল্য, মারপিট করতেন স্বামী রাকিব ও তার পরিবারের লোকজন। এরই মধ্যে মেয়ের নির্যাতন সইতে না পেরে ১০ হাজার টাকা জামাই রাকিব হাসানকে দিয়ে বাকি ৩০হাজার টাকা ৩মাস পর দেওয়ার সময় নিয়ে ছিলেন শরিফার পরিবার।

[৬] নিহত শরিফার মা বলেন, ঘটনার দিন সকালে তার জামাই ৩০ হাজার টাকা আনতে বলেন তার তার মেয়েকে। যদি টাকা সময় মত না আসে তাহলে তার মেয়েকে একবারে নিয়ে যেতে বলেন জামাই ।

[৭] শরিফার বাবা ও তার পরিবার জানান, যৌতুকের দাবিকৃত ৩০হাজার টাকা সময় মত না দিতে পারায় স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারনা ।

[৮] বগুড়া সদর থানার এসআই মুক্তার ও এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠান।

[৯] পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে আসলে এটি হত্যা না আত্মহত্যা। তবুও নিহতের শ্বশুর বাড়ির লোকজনকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছিল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়