শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের জন্য প্রণোদনা ব্যবস্থা করতে হবে, এটা অত্যন্ত প্রয়োজনীয় : মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়াবহতার মধ্যে কাজ করছেন এটা নিঃসন্দেহে নজীরবিহীন ঘটনা।

[৩] তিনি বলেন, ডাঃ মঈন উদ্দীনকে জাতীয় বীর ঘোষণা ও করোনা পরিস্থিতি, আর্থিক সমস্যা মোকাবেলা ও ত্রাণ বিতরণ নজরদারি করার জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠনের ওপর আমরা বারবার গুরুত্বারোপ করেছিলাম। টাস্ক ফোর্সের আওতায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে ত্রাণ বিতরণে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে মনে করি।

[৪] মিজা ফখরুল বলেন, আংশিক লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভূমিহীন দিনমজুর, দিন এনে দিন খায় এ শ্রেণীর শ্রমিক ও গরিব দুঃস্থ জনগণ, কৃষি, মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাত, বিধবা, বয়স্ক, স্বামী নিগৃহীতা প্রভৃতি অসহায় শ্রেণী উপেক্ষিত থেকে যায়। এমনকি করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারির যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আইন-শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের স্বাস্থ্য/ জীবন বীমা ও নগদ প্রণোদনা দেয়ার বিষয়টি এবং পিপিই, টেস্টিং কিট ও ভেন্টিলেটর সংগ্রহ, পৃথক করোনা হাসপাতাল, আইসোলেশন কেন্দ্র স্থাপনের বিষয়টিও সুবিবেচনা পায়নি।

[৫] সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান দলীয় ব্যবসায়ীবান্ধব সরকার স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু দিন এনে দিন খায়, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাত বাদ পড়াটাকে কোনোভাবেই মেনে নেয়া যায় না।

[৬] তিনি বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আমরা বিএনপি থেকে যথাক্রমে ১ কোটি, ৭৫ লক্ষ ও ৫০ লক্ষ টাকার জীবন বীমা ঘোষণার প্রস্তাব করেছিলাম। প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে প্রদত্ত ভাষণে অবশ্য সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ সম্মানি ভাতা প্রদানের এবং তাদেরকে ৫-১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা এবং মৃত্যুর কারণে এই বীমার অংক ৫ গুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এই নগদ সম্মানী ও বীমার পরিমাণ যথেষ্ট মনে করি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়