শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই মাস সাগরে ভেসে ৬০ রোহিঙ্গার মৃত্যু, দেশে ফিরেছেন চার শতাধিক রোহিঙ্গা

ডেস্ক নিউজ : [২] আর ফিরে আসা রোহিঙ্গাদের মধ্যে কয়েকজন শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। সূত্র: সময় ,রাইজিং নিউজ

[৩] কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প ৫ এর রোহিঙ্গা আনোয়ার বলেন, ‘সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য দুই মাস আগে টেকনাফের শাহ পরীর দ্বীপের ঝাউবাগান থেকে রওনা হই। ‘দেড় মাসে তিন বার মালয়েশিয়ার কাছে যাই। কিন্তু সে দেশে ঢুকতে না পেরে আবার থাইল্যান্ডে চলে আসি। শেষ পর্যন্ত দালালরা আবার ট্রলারটি সেন্টমার্টিনে এনে ১০দিন রাখে। ১০ দিন পর খাবার শেষ হয়ে যায়। এরপর দালালরা ট্রলারে থাকা নারীদের ধর্ষণ করার চেষ্টা করলে মারামারি লেগে যায়। তখন একজন দালালকে মেরে সাগরে ফেলে দেওয়া হয়। তখন দালালরা ভয় পায়। এরপর নতুন একটি ট্রলার এনে মগ দালালদের আটজন ওই ট্রলারে উঠে চলে যায়। বাকি দুই দালাল ট্রলারটি চালিয়ে পাঁচ দিন পর টেকনাফে নিয়ে আসে। ট্রলারে করে দুই মাস সাগরে থাকার সময় ৬০ জন মারা যায়। তাদের মধ্যে কেউ খাবার না পেয়ে, আবার কেউ অসুস্থ হয়ে মারা যায়। ট্রলারে জানাজা পড়ে তাদেরকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।’

[৪] বৃহস্পতিবার টেকনাফের শীলবুনিয়া সমুদ্র পয়েন্টে থেকে চার শতাধিক রোহিঙ্গাকে কোস্ট গার্ড উদ্ধার করলেও আনোয়ার ইসলাম কৌশলে পালিয়ে ঢুকে পড়েন লোকালয়ে। একইভাবে পালিয়ে আসেন উখিয়ার বালুখালী ক্যাম্প-২, জি-১ ব্লকের রোহিঙ্গা আনোয়ার আলম।

[৫] আনোয়ার আলম আরও বলেন, ‘মালয়েশিয়ার যাওয়ার জন্য মহেশখালী সমুদ্র উপকূল থেকে ট্রলারে করে যাত্রা করি। ট্রলারে খেতে পারেনি। অসুস্থ ছিলাম। আমাদের খেতে দিতো না। পানি নিয়ে কষ্ট দিত দালালরা। এভাবে দুই মাস সাগরে ভেসে ছিলাম। ৬০ জন মারা গেছে।’

[৬] এদিকে, কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে উদ্ধারের আগেই ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা পালিয়ে লোকালয়ে চলে গেছেন। এসব রোহিঙ্গা কোয়ারেন্টাইনে না থেকে পালিয়ে যাওয়ায় করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আছেন স্থানীয়রা।

[৭] টেকনাফের বাহারছড়ার বাসিন্দা মৌলানা রশিদ আহমদ বলেন, ‘দুজনকে দেখে আমি জিজ্ঞাসা করি, কোথা থেকে এসেছেন? তারা বলেন, মালয়েশিয়াগামী ট্রলারে ছিলাম, ট্রলারটি সাগরের পাড়ে পৌঁছালে এখানে চলে আসি।’

[৮] স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘প্রশাসনের নির্দেশে ট্রলার থেকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াড়িতে রাখে রোহিঙ্গাদের। এসময় পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড ছিল। কিন্তু এরা আসার আগে কিছু রোহিঙ্গা পালিয়ে গেছে। যেটা স্থানীয়দের জন্য আতঙ্কের বিষয়।’

[৯] কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ইউএনএইচসিআরের মাধ্যমে কোয়ারেন্টানে রাখা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। কোয়ারেন্টাইন শেষে তাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।’

[১০] শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহাবুব আলম তালুকদার বলেন, ‘পালিয়ে যাওয়া রোহিঙ্গারা ক্যাম্পে ফিরলেই কোয়ারেন্টাইনে নেওয়া হবে। এ ব্যাপারে ক্যাম্পে নির্দেশনা দেওয়া হয়েছে।’

[১১] মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়