শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা সংকটে জাপানে জরুরি অবস্থা ঘোষণা

ইমরুল শাহেদ : [২] এই জরুরি অবস্থা আগামী ৬ মে পর্যন্ত বলবৎ থাকবে। গোল্ডেন উইক হলিডেকে সামনে রেখেই এ জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়েছে। বিবিসি, জাপান টাইমস

[৩] করোনাভাইরাস সংক্রমণের হারে অবনতি ঘটায় জাপানে জরুরি অবস্থা ঘোষণা করে প্রাদেশিক সরকারগুলো জনগণকে বাড়িতে থাকতে বলেছে। এর ব্যত্যয় হলে কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা তা ঘোষণায় বলা হয়নি।

[৪] এর আগে প্রধানমন্ত্রী শিনজো আবে সাতটি প্রদেশে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন।

[৫] বৃহস্পতিবার চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব প্রিপেকচারে জরুরি অবস্থা আছে, সেটা এখন একইভাবে সব প্রিপেকচারেই কার্যকর হবে।’ এরপর জরুরি অবস্থার আওতা সাতটি প্রিপেকচার থেকে বাড়িয়ে কাইওটো, আইচি এবং হক্কাইডো পর্যন্ত বাড়ানো হয়েছে।

[৬] জাপানে সংক্রমণের সংখ্যা যতই বাড়ছিল, আবের সমালোচনাও ততোটা বাড়তে ছিল।

[৭] এক সমীক্ষায় ৭৫ শতাংশ লোকই বলেছেন, টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করতে আবে অনেক দেরি করে ফেলেছেন।

[৮] দেশটিতে বৃহস্পতিবারে শনাক্ত হওয়া ৩০০ রোগীসহ এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ হাজার। এরমধ্যে টোকিওতেই শনাক্ত হয়েছে ১৪৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়