শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে আইসিটি মামলায় ফাঁসানো হলো সাংবাদিককে

জাকির হোসেন : [২] ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ভালো-মন্দ সব কিছু মিলেই ফেসবুক। কেউ অন্যায় করলে সেটা দেখলে কোন সমস্যা নাই, সেটা নিয়ে বললে রক্ষা নেই, আর যদি সেটা নিয়ে যদি একটু লেখালেখি করা যায় তাহলে মামলা খাওয়া ছাড়া উপায় নাই। ঠিক এমন ঘটনাটি ঘটেছে দৈনিক অধিকারের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক আল মামুনের সাথে। নভেল করোনা ভাইরাস নিয়ে দেশ যখন থমকে গেছে, নিজেকে বাঁচানোর জন্য যে যেভাবে পারে তার গন্তব্যে যাচ্ছে। ঠিক সেই সময় দৈনিক অধিকারের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক আল মামুন একটু ভিন্ন কিছু করেছে। সে নিজের কথা না ভেবে সে তার জেলার মানুষের কথা ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মনোভাব ব্যক্ত করেছে স্ট্যাটাস এর মাধ্যমে। আর প্রশাসনের চোখে তার এই স্ট্যাটাস তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় দৈনিক অধিকার পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক আল মামুনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

[৩] বালিয়াডাঙ্গী থানার এসআই জহুরুল ইসলামের দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, আল মামুন ফেসবুক স্ট্যাটাসে প্রশাসনকে হেয় করেছে এবং কটাক্ষ করেছে। প্রশাসনের মানহানি করা হয়েছে যার ফলে সমাজে ঘৃণা বিদ্বেষ ছড়াতে পারে। আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

[৪] পুলিশের পক্ষ থেকে মামলায় উল্লেখ করা হয়, মামুন তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তা ইচ্ছাকৃতভাবে, আক্রমণাত্মক ভাবে মিথ্যা এবং মানহানিকর তথ্য পরিবেশন করেছেন। যা সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। পুলিশ প্রশাসনসহ সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে। সাংবাদিক আল মামুন সাংবাদিকদের বলেন, আমি এদেশের নাগরিক হয়ে আমার ফেসবুকে সত্য কথাগুলো স্ট্যাটাস এর মাধ্যমে প্রকাশ করেছি। আর সত্য বলতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হলো যা কাম্য ছিল না। তারপরেও প্রশাসন আমাকে অবগত করলে স্ট্যাটাসটি মুছে ফেলি।

[৫] মামলার ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকরা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হয়েছিল। তবুও মামলা করা হয়েছে। যখন করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের বাজী ধরে মাঠে কাজ করছে তখন সাংবাদিককের বিরুদ্ধে মামলার বিষয়ে ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকদের মনে আঘাত লেগেছে বলে জানান সাংবাদিক নেতারা। এ বিষয়ে জেলার সর্বস্তরের সাংবাদিকরা তিব্র নিন্দা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়