শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ময়মনসিংহে চিকিৎসকসহ নতুন আক্রান্ত-৮

আজহারুল হক:[২] ময়মনসিংহে প্রাণসংহারী করোনা ভাইরাসে আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের বাড়ি জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কইচ্যাকান্দা গ্রামে। এর আগে গত ১০ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

[৩] আজ বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ ওই কৃষকের মৃত্যু হয়। অপরদিকে ময়মনসিংহ জেলায় আজ বৃহস্পতিবার চিকিৎসকসহ আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

[৪] আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার একজন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একজন চিকিৎসক, নার্স ও হিসাবরক্ষক এবং ঈশ্বরগঞ্জের চারজন।

[৫] ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবি এম মশিউল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আজ ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় কোন আক্রান্ত নেই। আক্রান্ত সকলেই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এর মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক চিকিৎসকসহ তিনজন, ঈশ্বরগঞ্জে চারজন ও ময়মনসিংহ নগরীর মাসকান্দার একজন।
এ নিয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তিন ডাক্তার, তিন উপসহকারী মেডিকেল অফিসার ও এক নার্স সহ গফরগাঁওয়ে ৯ জন এবং ঈশ্বরগঞ্জ উপজেলায় গত ৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৫ জন আক্রান্ত হয়েছেন।

[৬] সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, গফরগাঁওয়ে জরুরী স্বাস্থ্যসেবা চালু রাখতে একটি হটলাইন চালু করা হয়েছে। এছাড়াও তিনি জানান, ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭৩ জন ও হোম কোয়ারেন্টটাইনে আছেন ৬৭ জন। অপরদিকে ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৬৭৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়