শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবারের মধ্যে টেস্টিং কিটের নমুনা সরকারকে দেবে গণস্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : [২] বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র তাদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ টেস্টিং কিটের নমুনা আগামী মঙ্গলবারের মধ্যে সরকারের হাতে দিতে পারবে। এবার সর্বনিম্ন উপস্বর্গ থাকলেও তা যেন শনাক্ত করা যায় তা নিয়ে গবেষণা চালাচ্ছে। সে অনুযায়ী সংস্থাটির একদল গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

[৩] করোনাভাইরাস শনাক্তকরণের ‘জিআর র‌্যাপিড ডট ব্লট ইমিউনোঅ্যাসি’ কিট তৈরির জন্য যে গবেষক দল কাজ করছেন তাতে আরও আছেন ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ ও সিঙ্গাপুরের একজন গবেষক।

[৪] সম্প্রতি ওষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা গণস্বাস্থ্যের ল্যাব পরিদর্শন করার পর করোনায় আক্রান্ত পাঁচজনের রক্তের নমুনা দেয় সরকার। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদল এর ওপর কাজ করে করোনাভাইরাস শনাক্তের কিট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়েও এসেছিলেন। কাজের অগ্রগতি অনুযায়ী ১১ এপ্রিল সরকারের কাছে এই টেস্টিং কিট হস্তান্তরের কথা থাকলেও ইলেকট্রিক ও মেকানিক্যাল ডিজাস্টারের কারণে তা আর সম্ভব হয়নি।

[৫] আজ বৃহস্পতিবার টেলিফোনে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা সব সমস্যা কাটিয়ে উঠেছি। এখন সব উত্তরণ হয়েছে। এখন কাজ করছি আমরা। আশা করছি আগামী মঙ্গলবারের মধ্যে সরকারের কাছে টেস্টিং কিটের ৫০০ নমুনা হস্তান্তর করতে পারবো। পাশাপাশি আমরা পরীক্ষা ও মতামতের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা ও মার্কিনসহ ১০টি সংস্থার কাছে নমুনা সরবরাহ করব, যাতে করে সবাই এর কার্যকারিতা পরীক্ষা করতে পারে।’

তিনি বলেন, ‘সরকার যদি পরীক্ষা-নিরীক্ষা করে দুই দিনের মধ্যে টেস্টিং কিট উৎপাদনের অনুমতি দেয় তাহলে আগামী ২৪ এপ্রিল থেকে আমরা উৎপাদনে যাব। প্রথম ধাপে এক সপ্তাহে ১০ হাজার টেস্টিং কিট আমরা সরকারকে দিতে পারব। দ্বিতীয় ধাপে এক লাখ টেস্টিং কিট দিতে পারব। প্রথম ধাপের কাঁচামাল আছে, দ্বিতীয় ধাপের জন্য ওয়াডার দেওয়া আছে। সব ধাপে মান নিয়ন্ত্রণ করা গেলে মাসে ২০ লাখ টেস্টিং কিট উৎপাদন করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্রে।’

[৬] ‘দেশের বহু মানুষ আক্রান্ত। সেখান থেকে আরও রক্ত পেলে গবেষণাগারে পরীক্ষা করে সর্বনিম্ন উপস্বর্গ থাকলে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। আমাদের এখানে ভুলের সংখ্যা যাতে না থাকে সে চেষ্টাও করা হচ্ছে’ বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি জানান, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সহজে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা যাবে। ডাক্তারের চেম্বার, ওষুধের দোকান, বিভিন্ন জায়গাতে বসে এই পরীক্ষাটা করা যাবে।

[৭] প্রসঙ্গত, গত মার্চে কোভিড-১৯ রোগ পরীক্ষার সহজ ও স্বল্পমূল্যের পদ্ধতি উদ্ভাবন করার কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। গত ১৮ মার্চ গণস্বাস্থ্য কেন্দ্র থেকে সরকারের ওষধ প্রশাসন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কিটের জন্য প্রয়োজনীয় উপাদান বা রি-এজেন্ট আমদানির অনুমতি চাওয়া হয়। পরে ১৯ মার্চ দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রকে কিট তৈরির উপাদান আমদানির অনুমতি দেয় সরকার।

চলতি মাসে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য কিট তৈরির উপাদান বা রি-এজেন্ট চীন থেকে দেশে পৌঁছায়।

[৮] বর্তমানে করোনাভাইরাস শনাক্তে ব্যবহৃত পিসিআর পদ্ধতিটি ব্যয়বহুল। পিসিআর পদ্ধতিতে নাক, মুখের লালা দিয়ে পরীক্ষা করা হয়। তবে এই পদ্ধতিতে করোনা আক্রান্তের প্রথম দিনেই রোগ শনাক্ত করা সম্ভব। আর গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে এক ফোঁটা রক্তের মাধ্যমে পরীক্ষা করা হবে। এর জন্য আক্রান্ত ব্যক্তির শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হতে হয়। ফলে গণস্বাস্থ্যের কিটে পরীক্ষাটি আক্রান্ত হওয়ার তৃতীয় দিনে কার্যকর হবে।

জাফরুল্লাহ বলেন, গণস্বাস্থ্যের কিটের মাধ্যমে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে। খরচ পড়বে ৩০০ থেকে ৩৫০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়