শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনে কারও ক্ষতির চিন্তা না করলে প্রকৃতি মানুষকে রক্ষা করে

ফাহমিদা হক : আমি জানি না আগামী বছর এই দিনে আমি থাকবো কিনা। কেউ ভালো নেই। এটাও জানি, ভালো থাকার জন্য সবাইকে ঘরে থাকতে হবে। আমি ৪৫ দিন যাবৎ ঘরেই আছি। আমি জানি গরিব মানুষগুলো ভালো নেই, আমি আমার সাধ্যমতো আমার চারপাশের অসহায় মানুষের পাশে আছি এবং সামনের দিনগুলোতে থাকবো ইনশাআল্লাহ। আমি আমার মতো কিছু এতিম বাচ্চাদের পাশে আছি অনেক বছর যাবৎ, আশা করি যতোদিন বেঁচে থাকবো আমি তাদের জন্য করে যাবো এটা আমার প্রতিজ্ঞা। আমি মনে করি আমার আরও অনেকদিন বাঁচতে হবে তাদের জন্য। আমার বাচ্চাদের জন্যও আমাকে ভালো থাকতে হবে। তাই চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভালো জানেন। আমি বিশ্বাস করি আল্লাহ মহান। আমি কখনো নিরাশ হইনি। আমার জন্য এই সুন্দর পৃথিবীতে যতোটুকু সময় বরাদ্দ আছে ততোক্ষণ আমি বাঁচবো। তাই মরার আগে মরে যেতে চাই না। যেই জীবনের শেষ কোথায় আমি জানি না, সেই ছোট্ট জীবনে যতোটুকু সময়, তার সবটুকু না হয় থাকুক নিজের ভালোলাগার মতো।আমার দাদী বলতেন, বৈশাখের প্রথম দিন ভালো থাকলে সারাবছর ভালো থাকা যাবে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঘরবাড়ি পরিষ্কার রাখলে সারাদিন ভালো কাটে। হাসিখুশি মানুষ দেখলে মঙ্গল হয়। জীবনে কারও ক্ষতির চিন্তা না করলে প্রকৃতি মানুষকে সব ক্ষতির হাত থেকে রক্ষা করে। এসবই কুসংস্কার জানি, তারপরও জেনেবুঝে এমন এমন কিছু কুসংস্কার পালন করি মেনে চলি, ভালো লাগে বলে। হোক এসব কুসংস্কার কোনো রকম খারাপ কাজ তো নয়। কে কী বলবে এসব চিন্তা করি না। জীবনটা তো আমার। নিজেকে ভালো রাখার দায়িত্বটাও কেবল আমার। শাড়ি পরলে আমার মন ভালো থাকে কিংবা মন ভালো করার জন্য শাড়ি পরা। যাদের বিরক্ত লাগবে তারা আমাকে পরিত্যাগ করতে পারেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়