শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রশাসনকে আরো কঠোর হওয়ার অনুরোধ ক্রিকেটার সাইফউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক: [২] করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকার থেকে ঘরে থাকার বার বার নির্দেশ দিলেও আমলে নিচ্ছে না অনেক মানুষই। তাই প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফউদ্দিন।

[৩] ১৬ এপ্রিল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফউদ্দিন। আশা করি সবাই ভালো আছেন। অবশ্য দেশে এবং পুরো বিশ্বে যে পরিস্থিতি তাতে এখন ভালো থাকাটা খুব কঠিন। প্রায় এক মাসের মতো আমরা ঘরবন্দি অবস্থায় আছি। একটি কথা বলব বলব বলে কনফিউশনে ছিলাম। যেহেতু আমি বয়সে অনেক ছোট। গুরুজনরা অনেক কথা বলেছেন। মিডিয়ার খবরে, ফেসবুকে অনেক কিছুই দেখছি। কিছু কথা মনের ভিতরে ছিল অনেক দিন ধরে। একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি।

[৪] তিনি আরো বলেন, ‘বিগত প্রায় ৬ মাস আমি ইনজুরিতে ছিলাম। তো ক্যালসিয়ামের ওষুধ খাওয়াটা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। গতকাল রাতে হঠাৎ এই ওষুধ শেষ হয়ে যায়। আমার বাসার পাশে মেডিসিনের দোকান। সেখানে গিয়েছিলাম ওষুধ আনতে। কিন্তু আজ আমি একটি বিষয় দেখে হতাশ হয়েছি। আজ প্রায় ৫-৭ মিনিট মতো আমি বাইরে ছিলাম। বাইরের অবস্থা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে, করোনার যে নিয়ম কানুন আসলে আমরা তা ঠিকভাবে পালন করছি কিনা। ফেনীতে মানুষের চলাচল সবকিছুই স্বাভাবিক অবস্থার মতো। যদিও গাড়ি চলাচল কিছুটা কম।

[৫] তিনি বলেন, খুব অবাক হয়েছি। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মানুষের আনাগোনা। যদিও সন্ধ্যার পরে লকডাউন। বাইরে ভুতুড়ে পরিবেশ। আমি কাউকে ইঙ্গিত করে কিছু বলতে চাই না। কিন্তু দিনের বেলায় স্বাভাবিক আর সন্ধ্যার পরে স্ট্রিক্ট নিয়ম। এটা কেমন আমার জানা নেই। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আরেকটু কঠোর হোন। না হলে আমরা দিনে দিনে যে বিপজ্জনক অবস্থানে যাচ্ছি তাতে হয়তো আরো ভয়াবহ কিছু নিয়ে আসবে। আমাদের চেয়ে অনেক শক্তিশালী দেশ এই করোনা মোকাবেলার জন্য হিমশিম খাচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব না যদি আমরা সচেতন না হই। হ্যাঁ, অনেকের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। তাতে ১০টা থেকে একটা বা দুইটা পর্যন্ত মানুষকে বাইরে যাওয়ার অনুমতি দেয়া যেতে পারে। কিন্তু ৯-৫টা পর্যন্ত মানুষ স্বাভাবিক ঘোরাঘুরি করছে, শপিং করছে। এভাবে করলে তো আমরা করোনা মোকাবেলা করতে পারব না। -ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়