শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গ্রামীণ অর্থনীতি সচল রাখতে করোনার হটস্পট নয় এমন রাজ্যগুলোতে কৃষিসহ আরও কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করবে ভারত সরকার

মশিউর অর্ণবঃ [২] করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবারই ভারত জুড়ে লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বর্ধিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
[৩] তবে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউনের শিথিলতা স্পষ্ট করে একটি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
[৪] 'লকডাউন গাইডলাইন' নামক ওই নির্দেশিকায় বলা হয়েছে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ২০ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে কৃষিকাজ সহ বেশকিছু ক্ষেত্রে লকডাউনে ছাড় দেয়া হবে।
[৫] লকডাউন শিথিল হবে আইটি, ই-কমার্স ও আন্তঃরাষ্ট্রীয় পরিবহণের ক্ষেত্রেও।
[৬] করোনাভাইরাসের সংক্রমণ যে এলাকাগুলোতে পৌঁছায়নি, সেখানে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কৃষি পণ্য সংগ্রহ ও কৃষি বিপণনের কাজ শুরু করা হবে।
[৭] দুধ, দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগি, চা-কফির সরবরাহ, রাবার বাগানের কাজ, লাইভ-স্টক ফার্মিং সহ বেশকিছু ক্ষেত্রে পুনরায় কাজ শুরু করা হবে।
[৮] এছাড়াও গ্রামাঞ্চলে কর্মরত শিল্পসমূহ, রাস্তাঘাট, সেচ, ভবন এবং শিল্প প্রকল্পগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।
[৯] উপরোক্ত কাজগুলো পরিচালনার জন্য ইতোমধ্যেই গ্রামীণ কমন সার্ভিস সেন্টারের কর্মীদের অনুমতি দেয়া হয়েছে।
[১০] বিমান, রেল ও সড়ক পরিবহণ, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম, হোটেল সংক্রান্ত ব্যবসা, সিনেমা হল, থিয়েটার, শপিং কমপ্লেক্স, রাজনৈতিক এবং অন্যান্য অনুষ্ঠান পূর্বের মতোই লকডাউনের আওতায় থাকবে।
(সূত্রঃ ইন্ডিয়া টুডে, হিন্দুস্থান টাইমস, এনডিটিভি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়