শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে নারী স্বাস্থ্যকর্মীসহ দুইজন করোনায় আক্রান্ত।।

মোঃ রাসেল হোসেন, ধামরাই প্রতিনিধি : [২] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী স্বাস্থ্যকর্মীসহ দুই করোনায় আক্রান্ত হয়েছে।

[৩] এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. নরু রিফফাত আরা ডাক্তারসহ ২০ জন হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং সকল প্রকার স্বাস্থ্য সেবা দেওয়া হবে।

[৪] বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. নরু রিফফাত আরা বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অপর ব্যক্তি হোম কোয়ারেন্টিনে আছেন।

[৫] স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপসর্গ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের নারী স্বাস্থ্যকর্মীসহ কয়েকজনের নমুনা পাঠানো হয়েছিল। তারা মধ্যে নারী স্বাস্থ্যকর্মী ও ধামরােইয়ে পৌর এলাকার হাজিরপাড়ার এক ব্যক্তির শরীরে করোনায় সংক্রামণ পাওয়া যায়।

[৬] আক্রান্ত ব্যক্তি গত ১৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তার মাধ্যমে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

[৭] তিনি আরও জানান, স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা ডাক্তারসহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদের তালিকা করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

[৮] এদিকে আক্রান্ত দুইজনের এলাকা ঢাকার ধামরাইয়ের সদর ইউনিয়নের হাজিপুর গ্রাম ও ধামরাই পৌর মহল্লার গোয়ারিপাড়া লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়