শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিতে সিংগাইরের হাট-বাজার

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি: [২] যতই দিন যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও মৃত্যু ততই বাড়ছে। সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব না মানায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। চলমান এ মহাদুর্যোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একাধিক হাট-বাজার খোলা মাঠে স্থানান্তর করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা।

[৩] উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে প্রচারণা ও সচেতনতায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারপরও ভোর থেকে সকাল ১০-১১ টা পর্যন্ত লোকজন বাজারগুলোতে ভীড় করছে।

[৪] বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে জয়মন্টপ হাটখোলায় স্থানান্তরিত কাঁচা বাজারে দেখা গেছে,শত শত লোক গাঁয়ে গাঁ ঘেঁষে কেনা কাটা করছে। এ রকম চিত্র উপজেলার প্রতিটি বাজারেই।

[৫] সাহরাইল বাজারের মুদি ব্যবসায়ী সম্ভু সাহা বলেন, স্থানীয় প্রশাসন সকাল থেকে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে দেয়। এতে সময় কম হওয়ায় কেনা কাটায় লোকজন হুমড়ি খেয়ে পড়ে।

[৬] স্থানীয় বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশংকা করছেন অনেকেই।

[৭] এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, স্থানীয় বাজার গুলোতে লোক সমাগম ঠেকাতে সাহরাইল, নীলটেক ও জয়মন্টপসহ পৌর সদরের বাজারগুলো লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৮] এ ছাড়া ভ্যান বা অটোতে ভ্রাম্যমাণ দোকানের ব্যবস্থা করা হচ্ছে যাতে জনসাধারণ বাড়িতে বসেই চাহিদা মতো পন্যটি কিনতে পারেন।

[৯] উল্লেখ্য, ইতিমধ্যে ফরিদপুর থেকে আগত তাবলিগ জামাতের ৪ জন ও উপজেলা হাসপাতালের একজন স্বাস্থ্য সহকারিসহ ৫ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়