শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মঞ্চে বঙ্গবন্ধুর জন্য চেয়ার খালি ছিল, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী

দেবদুলাল মুন্না : [২] আগামীকাল শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। মুজিবনগর দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] মেহেরপুরের বৈদ্যনাথতলা ,যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায়।সেখানে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের জন্য যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেসময় মেহেরপুরের সাবডিভিশনাল অফিসার তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

[৪] বর্তমানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী জ্বালানি বিষয়ক উপদেষ্টা। তিনি বিবিসিকে জানান, মেহেরপুর থেকে ১০/১২ কিলোমিটার দূরত্বে হলেও রাস্তাঘাট নষ্ট থাকায় সহজে যাওয়া যায় না। আবার ভারত থেকে সহজেই সেখানে প্রবেশ করা যায়।আমবাগান থাকায় বিমান হামলা হওয়ার সম্ভাবনাও কম থাকায় এ স্থান বেছে নেওয়া হয়।মঞ্চে সাত/ আটটি চেয়ার ছিল।একটি বঙ্গবন্ধুর জন্য ফাঁকা ছিল।

[৫]বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি , সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। শেখ মুজিব পশ্চিম পাকিস্তানে কারাবন্দী থাকায় তিনি ছাড়া অন্যরা এদিনে শপথ নেন।

[৬]দিবসটি উপলক্ষে বিগত বছরগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হলেও এবার করোনা সংক্রমণের কারণে বাইরে কোনো অনুষ্ঠান পালিত হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়