শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাকা নয়, এটিএম মেশিন থেকে বের হচ্ছে চাল

ইয়াসিন আরাফাত : [২] গোটা বিশ্বজুড়ে বর্তমান আতঙ্কের নাম করোনাভাইরাস।বিশ্বের প্রায় কোন দেশই এ বাদ যায়নি এর প্রকোপ থকে। অবরুদ্ধ রয়েছে পৃথিবীর প্রায় সিংহভাগ মানুষ। এতে বিপদে পড়েছে প্রায় সব দেশেরই নিম্ন আয়ের মানুষ জন। কিন্তু দেশের মানুষের অন্তত পেটে যাতে টান না পড়ে, তার জন্যে অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে ভিয়েতনাম সরকার। টাকা নয়, এটিএম মেশিন থেকে বের হচ্ছে চাল। সিএনএন

[৩] জানা গেছে, দেশটির রাজধানী হেনয়ে এটিএমের চাল রাখা হয়েছে বিশাল আকারের একটি জল ট্যাংকে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটিএমগুলি খোলা থাকছে। আবার হো চি মিন সিটির এটিএমটি খোলা থাকছে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা। দেশটির কেন্দ্রীয় শহর হিউতে এই এটিএম রাখা হয়েছে একটি কলেজে। সেখানে স্থানীয় বাসিন্দারের দু কেজি করে চাল দেয়া হচ্ছে।

[৪] এই কাজে এগিয়ে এসেছেন ভিয়েতনামের ব্যবসায়ী ও ধনী ব্যক্তিরা। করোনা পরিস্থিতিতে যেসব মানুষের রোজকার বন্ধ হয়ে গেছে, তারা সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় চাল নিতে পারবেন এটিএম থেকে। ব্যাংকক পোস্ট

[৫] বিনামূল্যে চাল পেতে দুটি কাজ করতে হচ্ছে। প্রথমত, একজনকে আরেকজনের থেকে ৬ ফুট দূরে দাঁড়াতে হচ্ছে। আর দ্বিতীয় কাজটি হল, এটিএম থেকে চাল নেয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়। ব্যস, তাহলেই পাওয়া যাচ্ছে চাল।

[৬] করোনা মোকাবিলায় ক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম কার্যত মডেল হয়ে উঠেছে। এখনও সেদেশে করোনাভাইরাসে কোনও মৃত্যু হয়নি। দেশের গরিব মানুষের জন্যও ভিয়েতনাম যে ব্যবস্থা নিয়েছে, তা দেখাতে পারেনি বিশ্বের অন্য কোনও দেশ। আলজাজিরা

[৭] ভিয়েতনামে এখনও পর্যন্ত ২৬৫ জনের শরীরে মিলেছে করোনা, যা অত্যন্ত কম। বিশ্বে যে কটি দেশ করোনা প্রতিরোধে সফল বলে মনে করা হচ্ছে, তার মধ্যে ভিয়েতনামের অবসস্থান প্রথম সারিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়