শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেরুজালেমে ফিলিস্তিনের করোনা ক্লিনিক বন্ধ করে দিল ইসরায়েল

দেশ রূপান্তর :[২] পূর্ব জেরুজালেমের সিলওয়ানে রীতিমতো অভিযান চালিয়ে নভেল করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের সহযোগিতায় ক্লিনিকটি চলছিল বলে অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার রাতে অভিযানের সময় ক্লিনিকের একাধিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

[৩] ক্লিনিকটির ম্যানেজার সংবাদমাধ্যমকে বলেন, সিলওয়ানে করোনা টেস্টের ব্যবস্থা খুবই সীমিত। এখন পর্যন্ত সেখানে ৪০ জন শনাক্ত হয়েছেন।
পরীক্ষার হার বাড়াতে স্থানীয় একটি মসজিদের হলরুমে চিকিৎসকেরা কার্যক্রম শুরু করেন।

[৪] ইসরায়েলের এমন কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ফারহি আবু যারপরনাই ক্ষুব্ধ, ‘ইসরায়েল কর্তৃপক্ষ আমাদের সাহায্য করছে না। আবার অন্যরা সাহায্য করলে বাধা দিচ্ছে। রোগটি আমাদের সবার শত্রু। তাই একসঙ্গে মোকাবিলা করা উচিত।’

[৫] ইসরায়েল যদি রমজানের পর পরীক্ষা শুরু করে, তাহলে সেটি দেরি হয়ে যাবে,’ মন্তব্য করে আবু দিয়াব নামের আরেক বাসিন্দা বলেন, ‘একসঙ্গে কাজ না করে ইসরায়েল রাজনীতি টানছে। কে পরীক্ষা করছে সেটা আমার কাছে ব্যাপার নয়। ছেলে-মেয়েকে সুস্থ রাখাই মূল কথা।’

জেরুজালেম শহরটি ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধের একদম কেন্দ্রে। ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থাপনার অনেকগুলোই এই শহরে।

[৬] ১৯৬৭ সালে আরবদের সঙ্গে যুদ্ধে জিতে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পুরো জেরুজালেম শহরটিকে ইসরায়েলি রাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করে।

[৭] ফিলিস্তিনিরা আবার কোনোদিনই পূর্ব জেরুজালেমের দখল মেনে নেয়নি। তারা সবসময় বলে আসছে পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়