শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মাহমুদুল আলম : [২]মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

[৩] দারুস সালাম রোড, বাড্ডা, মিরপুর, মহাখালী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় পোশাক কর্মীরা এই বিক্ষোভ করে। এ সময় শ্রমিকরা রাস্তায় নেমে বেতনের দাবিতে মালিকদের বিরুদ্ধে স্লোগান দেন।

[৪] এই বিষয়ে একাত্তর টিভির কাছে বিভিন্ন মন্তব্য করেছেন শ্রমিকরা। মন্তব্যে শ্রমিকরা বলেছেন, ‘আমাদের অবস্থা এমন যে, আজকে রাত্রে খাইলে সকালে উপোস থাকা লাগবে।’, ‘আমাদের খাইতে ওইবো না? আমরা কি না খাইয়া মইরা যামু?’, ‘করোনাভাইরাসে মরবো? তারচেয়ে তো পেডের ক্ষিধায়ই মারা যাবো।’, ‘আমাদের আজকে বেতন দেয়ার কথা ছিল, এখন আমাদেরকে ঘুরাইতেছে।’, ‘মালিকদের অনেকে বেতন তো দিচ্ছেই না, উল্টা ছাটাই করছে।’, ‘আমাদের পাওনা টাকা আমাদের দিক, আমরা তো সরকারের বেতন চাচ্ছি না!’, ‘মালিক আমাদের গায়ে হাত তুলতে ধরছে’ ইত্যাদি।

[৫] এদিকে আগামী ২২ এপ্রিলের মধ্যে বেতন – ভাতা পরিশোধের কথা জানিয়েছে কোন কোন মালিক। বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের সরকারি নির্দেশনা থাকলেও তা করা হচ্ছে কিনা এই নিয়ে সন্দেহ মালিকদের অনেকেরই।

[৬] এ বিষয়ে বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক একাত্তর টিভিকে বলেছেন, ‘যেসব এলাকায় শ্রমিক আন্দোলন হচ্ছে সেসব এলাকায় যোগাযোগ করে আমরা সমাধানের চেষ্টা করছি। সব শ্রমিক মার্চের বেতন পাবেন ইনশাআল্লাহ। এইটুকু নিশ্চয়তা দিচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়