শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি মূল্যায়নের জন্য দুই সপ্তাহ বেশি লকডাউন রাখা উচিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শাহনাজ বেগম: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার বলেছে. বিশ্ব করোনা মহামারীর সঙ্কটের সন্ধীক্ষণে। করোনা বিস্তার ঠেকাতে দেশগুলোতে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তুলে নেয়া বা শিথিল করার আগে এটির স্পিড, স্কেল এবং ইক্যুইটি নিয়ে সংস্থাটির যে নির্দেশনা দেয়া আছে তা অনুসরণ করতে হবে। রয়টার্স, এমএসএন

[৩] রাষ্ট্রের স্থিতিশীল বজায় রাখতে এবং তার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিটি দেশের ব্যাপক জনস্বাস্থ্য ব্যবস্থা কার্যকরে পদক্ষেপ নেয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি। কারণ করোনা রোগের পুনঃপ্রবর্তন এবং পুনরুত্থানের ঝুঁকি আছে।

[৪] জেনেভা ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন এক সময়ে তাদের পরামর্শ জানালো যখন মহামারী সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় ব্যর্থতার দায় নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে এবং বৃহত্তম দাতা দেশটি অর্থায়ন স্থগিত করেছে।

[৫] সংস্থাটি জানায়, চীনের হুবেই প্রদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেখানে আরোপিত কঠোর বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে। অথচ যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি থাকা সত্তে¡ও রাজ্য গভর্নরের সঙ্গে মতবিরোধ তৈরি করে ট্রাম্প বলেছেন, ব্যবসা বাণিজ্য পুনরায় চালু করার ক্ষমতা তার হাতে রয়েছে।

[৬] ইউরোপীয় দেশগুলোর সম্পর্কে সংস্থাটি উল্লেখ করে জানায়, ইতিমধ্যে স্পেন নির্মাণ ও উৎপাদন সহ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে পুনরায় চালু করার অনুমতি দিয়েছে এবং ইতালি পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার এবং স্কুল পুনরায় চালু করতে যাচ্ছে। এছাড়াও ডেনমার্কও তাদের বিধিনিষেধ শিথিল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়