শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরব থেকে দেশে আসা ৩৬৬ জনকে হজক্যাম্পে পাঠানো হয়েছে

লাইজুল ইসলাম : [২] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রæপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, রাত সোয়া ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ বিশেষ ফ্লাইটটিতে এসব বাংলাদেশি বিমানবন্দরে এসে পৌঁছান।

[৩] তৌহিদ উল আহসান বলেন, সৌদি থেকে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করার পর হজ ক্যাম্পে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের হোম কোয়ারান্টিনে পাঠানো হবে।

[৪] সূত্র জানায়, দেশে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী ও ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

[৫] সূত্র আরো জানায়, তাদের শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে সেনাবাহিনীর তত্ত¡াবধানে থাকা আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

[৬] এর আগে সৌদির স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। জেদ্দা এয়ারপোর্টে এসব যাত্রীদের মেডিকেল চেকআপ এবং ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ হয়।

[৭] এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সৌদিতে ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।

[৮] এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) নেপালের বুদ্ধা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে আসেন ১৩ বাংলাদেশি। দেশে ফেরার পর ১৩ জনের মধ্যে ১১ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে এবং দুজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়