শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে আরও ৫ জনের করোনা পজিটিভ

গাজীপুর প্রতিনিধি : [২] বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে কালীগঞ্জ থেকে ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।

[৪] নমুনা পরীক্ষার পর ওই ২১ জনের মধ্যে পাঁচ জনের নমুনায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে কালীগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন।

[৫] ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা আক্রান্ত পাঁচ জনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৬ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে। আক্রান্ত পাঁচ জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশানা টানিয়ে দেওয়া হবে।

[৬] সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্রান্ত রোগীদের এলাকার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য আসেনি।’

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলার প্রথম করোনায় আক্রান্ত পাঁচ জন রোগী সনাক্ত হন। ১৩ এপ্রিল আক্রান্ত হন তিন জন এবং ১৪ এপ্রিল এক জন। আজকে (১৫ এপ্রিল) আক্রান্তের সংখ্যা পাঁচ জন। এ নিয়ে গত চার দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

[৮] আক্রান্তর মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়