শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক পরে ডাকাতি পাঁচ আসামি কারাগারে

মাসুদ আলম: [২] বুধবার আসামিদের একদিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা। এদের মধ্যে তিন আসামি চক্রের মূলহোতা সোহেল, আক্তার হোসেন ওরফে সোহরাব ও শাওন হোসেন ওরফে শাহীন আদালতে স্বীকারোক্তিমূল জবানবন্দি দেন। শুনানি শেষে আদালত পাঁচ আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। অন্য দুই আসামি হলেন- মোঃ নেওয়াজ ও মেহেদী হাসান ওরফে রাজু।

[৩] গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন মিঠু বলেন, গত ১ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেইটে বিল্লাহ ফার্মা ও ৫ এপ্রিল রাতে খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। তারা প্রথমে একটি পিকআপ করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে আসে। ফার্মায় যেয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ও পল্লবী জোনাল টিম মামলা দুটির ছায়া তদন্ত শুরু করে।

[৪] তিনি আরো বলেন, লাজ ফার্মায় থাকা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রোববার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা সোহেলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত পিক আপ, নগদ ৫ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত চাপাতি, দা ও লোহার রড উদ্ধার করা হয়। পরে সোমবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়