শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েত মৈত্রি হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত ৬ চিকিৎসকের বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. বেলাল হোসেন বলেন, ডাক্তারদের বিষয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার পরিবর্তন একমাত্র তদন্তের পরই সম্ভব। এর বাইরে আর কোনো পরিবর্তন হবে না।

[৩] ডা. বেলাল বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করতে পারলে তারা স্বপদে ফেরত আসতে পারবেন। এর বাইরে ফেরত আসার সুযোগ নেই।

[৪] পরিচালক প্রশাসন বলেন, মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই হিসেবে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট কমিটি কাজ করছে। কমিটি যদি সাস্তি বলবত রাখে সেটা হবে, যদি পুরস্কার দেয় তাহলে পুরস্কৃত হবে।

[৫] এই চিকিৎসকদের বিষয়ে কেউ ষড়যন্ত্র করেছেন কি না এমন প্রশ্নের জবাবে ডা. বেলাল হোসেন বলেন, সবই তদন্তে বেরিয়ে আসবে। কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে বা দোষ করে থাকে সেটা তদন্তে উঠে আসবে। তবে এই বিষয়ে আর কিছু বলা যাবে না।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের দ্বায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ৬ চিকিৎসক নিয়ে একটি ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এখন কি হবে তা বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়