শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে লকডাউন উপেক্ষা করে চলছে বহুতল ভবন নির্মাণ

বিপ্লব বিশ্বাস : [২] করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারি লকডাউন উপেক্ষা করেই চলছে ড্যাফোডিল কোম্পানির বহুতল ভবন নির্মাণ। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বনানী এলাকার ১৫ নম্বর রোডে ভবন নির্মাণের এই চিত্র দেখা যায়।

[৩] স্থানীয়রা জানান, ড্যাফোডিল কোম্পানি বিগত ১ মাস যাবত এই জায়গায় ভবন নির্মাণের কাজ করছে। ভবন নির্মাণে নিরাপত্তামূলক ব্যবস্থা তারা নেননি বরং বর্তমানে সরকারি লকডাউনের নির্দেশনাও মানছেন না তারা। স্থানীয়রা আরো জানান, বনানী ১৫ নম্বর গলিতে সকাল ৭টা থেকেই ভবন নির্মাণের জন্য শ্রমিকরা জড়ো হতে থাকেন কাজ শুরুর জন্য। ঘণ্টা খানেক পরে সামাজিক দূরত্ব নীতিমালা না মেনে কোন সেইফটি সামগ্রী ব্যবহার না করেই শুরু করেন দিনের কাজ।

[৪] খোঁজ নিয়ে জানা যায়, ড্যাফোডিলের মালিক সবুর খান এই ভবন নির্মাণ করছেন।

[৫] ড্যাফোডিলের পিআরও কাজল জানান, বনানী থানার পক্ষ থেকে বার বার চাপ দেয়া হয়  ভবন তৈরির কাজ সমাপ্ত করার জন্য। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভবন তৈরির জন্য সেখানে ২০ ফিট গর্ত করা হয়। বৃষ্টি হতে পারে  এবং তা হলে আশপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ সব বিবেচনায় এনে করোনা প্রতিরোধের সরকারি নিয়মাবলী মেনে ভবন তৈরির কাজ করা হয়।

[৬] বনানী থানা কর্তৃপক্ষ দা‌বি করেন, তারা এ বিষয়ে কিছুই জা‌নেন না।

[৭] উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলার সবধরণের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জরুরি সেবা ব্যাতীত কোন ধরণের নির্মাণ কাজে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। সম্পাদনা : সারোয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়