শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো পাকিস্তানেও ম্যাচ ফিক্সারদের জন্য কঠিন শাস্তি চালু হবে’

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট নিয়ে যারা ফিক্সিং করবে, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি চালু করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেছেন, ফিক্সারদের অপরাধী হিসেবে গণ্য করে নতুন আইন পাশের জন্য সরকারের সঙ্গে কথা বলেছেন।

[৩] বিশ্বের অনেক দেশেই ম্যাচ ফিক্সিংকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হয়। পাকিস্তানেও এ আইন চালু করার পক্ষে দেশটির ক্রিকেট বোর্ড। যার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানালেন পিসিবি চেয়ারম্যান।

[৪] এহসান মানি বলেন, আমি এরই মধ্যে সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ম্যাচ ফিক্সিংকে গুরুতর অপরাধ হিসেবেই ধরা হয়। আমরা তাদের প্রক্রিয়াটা ভালোভাবে পর্যবেক্ষণ এবং আমরাও চাই ক্রিকেটে দুর্নীতিকে ক্রিমিনাল অ্যাক্ট হিসেবেই ধরা হোক। - গালফ নিউজ
ফিক্সিংকে অপরাধ হিসেবে ধরলেও, যারা শাস্তি ভোগ করে ক্রিকেটে ফেরার অবস্থায় থাকবেন, তাদের জন্য দরজার বন্ধ হবে না বলেও জানিয়েছেন এহসান মানি। এক্ষেত্রে কোন নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলেননি তিনি, জানিয়েছেন সবার জন্য একই নিয়ম।

[৫] পিসিবি চেয়ারম্যানের ভাষ্যে, আমি কোন নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলবো না। তবে এখন যেসব খেলোয়াড় নিজেদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছে এবং রিহ্যাব প্রক্রিয়াও শেষ করেছে, তাদের অবশ্যই পুনরায় খেলার অধিকার রয়েছে। এটা সবার জন্যই এক। - দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়