শিরোনাম

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণসামগ্রী লুটপাট বন্ধের দাবি জানিয়েছেন ক্ষেতমজুর সমিতি

মনিরুল ইসলাম : [২] করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানো নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

[৩] সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা বুধবার এক বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে, তারা ত্রাণ সামগ্রী লুটপাট বন্ধেরও দাবি জানিয়েছেন।

[৪] বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ক্ষুধার তাড়নায় শ্রমজীবী মানুষরা এখন দিশেহারা। মানুষকে ক্ষুধার্ত রেখে লকডাউন, শারীরিক দূরত্ব বজায় রাখা, ঘরে থাকা-এসব নির্দেশ কার্যকর হবে না।

[৫] নেতৃবৃন্দ বলেন, অসহায় মানুষ বাঁচাতে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এদিকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরের চাল চুরির মহোৎসব চলছে। সরকারি দলের নেতা-কর্মী-সাঙ্গপাঙ্গরা গরিবের জন্য বরাদ্দকৃত স্বল্পমূল্যে বিক্রির চাল চুরিতে মেতে উঠেছে। এসব লুটপাট বন্ধ করতে হবে। লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[৬] এছাড়া নেতৃবৃন্দ ধান কাটার জন্য হাওরসহ বিভিন্ন অঞ্চলে অন্য অঞ্চল থেকে যেসব ক্ষেতমজুর যাচ্ছেন তাঁদের যাতায়াত, থাকা-খাওয়া-চিকিৎসা-সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়