শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুর এ ৬ টি প্রবেশ দ্বারে পুলিশের কঠোর অবস্থান

পিরোজপুর থেকে বিপ্লব বিশ্বাস : [২] জেলার বাহির থেকে পিরোজপুর শহরে ঢোকার ৫টি প্রবেশ দ্বারে কঠোর নিরাপত্তা চকি বসিয়েছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় পিরোজপুর এর পার্শবর্তী বাদুরা নামক একটি গ্রামে দুজনের শরীরে করোনা ভাইরাস এর রিপোর্ট এ পজেটিভ আশায়।

[৩] পুলিশের পক্ষ থেকে আগের তুলনায় বতর্মান এ আরো কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ।

[৪] জেলা পুলিশ সুপার হায়াতুল্লাহ জানান, দুজনের করোনার রেজাল্ট পজেটিভ আশায় বিশেষ সর্তকতা অবলম্বণ করা হচ্ছে। আগে থেকেই তাদের হোম কোয়ান্টাইন এ রাখা ছিল। আমরা ওই বাড়িসহ তার আশপাশের এলাকা ইতোমধ্যে লক ডাউন করে দিয়েছি। পাশাপাশি উনারা আক্রান্তের আগে যে সব সজন ও এলাকায় যাতায়াত করেছেন। সে সব স্থানেও লোক চলাচলে বিধি নিষেধ আরোপ করেছি।

[৫] বুধবার সকালে জেলার ৬টি প্রবেশদ্বার এ সরেজমিনে, পর্যায়ক্রমে বলেশর ব্রীজ, বেকুটিয়া, চরখালী ফেরিঘাট, সিও অফিস মোর, বলেশর খেয়াঘাট ও হুলারহাট এ দেখা যায়। পুলিশের কঠোর অবস্থান।

[৬] জেলায় কেউ ঢুকতে হলে যুক্তিযুত কারণ না বলতে পারলে প্রবেশ করতে দেয়া হয় না। অন্য দিকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ও পুলিশের তৎপরতা রয়েছে চোখে পড়ার মত। বিশেষ কোন কারণ ছাড়া কেউ বের হলেই পরতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসা বাদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়