শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষকের অনেক তথ্যই রয়ে যাচ্ছে অজানা, রানাকে বাঁচাতে মরিয়া কতিপয় পুলিশ সদস্য

বিপ্লব বিশ্বাস, পিরোজপুর থেকে: [২] পিরোজপুরের কাউখালীতে সিরিয়াল ধর্ষক শীর্ষ সন্ত্রাসী রানাকে নিয়ে চলছে নাটক। অনেক তথ্য এড়িয়ে যাচ্ছে কাউখালী থানা পুলিশ।

[৩] সূত্র জানায়, ধর্ষক রানাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৭ টি মেমোরিকার্ড, মাদক ও তার মোবাইলে থাকা ধর্ষণ ও পর্ন ভিডিও চিত্র উদ্ধার করে। অথচ এসব এড়িয়ে যাচ্ছে পুলিশ।

[৪] এ ব্যাপারে কাউখালী থানার ওসি তদন্ত রেজাউল করিম রাজি বলেন, রানার কাছ থেকে কোন রিকভারি হয়নি। রিকভারি ও গ্রেপ্তার আলাদা। জানতে চাওয়ায় এক পর্যায়ে তিনি বলেন, তার মোবাইলে কয়েকটি ভিডিও পাওয়া গেছে। তা তেমন কিছু নয়। তাছাড়া ওর বাসা থেকে উদ্ধার কৃত দুইটিই খেলনা পিস্তল । এক পর্যায়ে তিনি বলেন, সদরঘাট এলাকায় কিছু কার্যক্রমে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠিয়েছি তবে রিমান্ড চাওয়া হয়নি।

[৫] এদিকে স্থানীয় সূত্র গুলো দাবি করেছে, তার মোবাইলে ও মেমোরির্কাডে যে ভয়াবহ তথ্য ও চিত্র রয়েছে। তা প্রকাশ না করায় রানাকে বাঁচাতে সাহায্য করবি। এমনকি গ্রেপ্তারের আগ পযর্ন্ত তার সাথে নিয়মিত যোগাযোগ করতো থানার কতিপয় অসৎ পুলিশ সদস্য। এর আগে গতকাল রাতে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ ধর্ষক রানাকে গেপ্তার করে আদালতে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়