শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাসে ভারতে একদিনে ৩৮ জনের মৃত্যু [২]আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে

মশিউর অর্ণব: [৩] দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রাণঘাতী কোভিড-১৯ রোগে এপর্যন্ত মারা গেছেন ৩৯৮ জন।

[৪] একদিনে নতুন করে ১০৭৬ জন আক্রান্ত হবার পর ভারতে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১১,৬২৫ জন।

[৫] ভারতের রাজ্যগুলোর মধ্যে আক্রান্ত সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২,৬৮৭ জনে পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

[৬] ১,৫৬১ জন করোনা শনাক্ত রোগী নিয়ে আক্রান্ত সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৩০ জনের।

[৭] তামিলনাড়ুতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১,২০৪ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

[৮] রাজস্থানে এপর্যন্ত ৮০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

[৯] মধ্যপ্রদেশে ৭৩০ জন, উত্তরপ্রদেশে ৬৬০ জন, গুজরাটে ৬৫০ জন, তেলেঙ্গানায় ৬২৪ জন, অন্ধ্রপ্রদেশে ৪৮৩ জন, কেরালায় ৩৮৭ জন এবং জম্মু-কাশ্মীরে ২৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

[১০] এছাড়াও, বুধবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে ২১৩ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

[১১] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৩৬৬ জন।
(সূত্র: এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস)

  • সর্বশেষ
  • জনপ্রিয়