শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিমাসে ১০ হাজার প্যাকেট খাদ্য বিতরণ শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র

শাহানুজ্জামান টিটু: [২] অর্থ সহায়তা প্রাপ্তি সাপেক্ষে এই সহায়তা এক লাখে নেয়ার পরিকল্পনা রয়েছে।

[৩] সিরাজগঞ্জ, পাবনা, গোবিন্দগঞ্জ, শেরপুর, কুমিল্লা ও গাজীপুরের বিভিন্ন উপজেলায় ২ হাজার ১০০জনের মধ্যে এই খাদ্য দেয়া হয়েছে। এছাড়া ২৯০০ প্যাকেট আগামী দুই দিনের মধ্যে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো হবে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে ঢাকা সিটির বিভিন্ন বস্তিসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫০০০ প্যাকেট খাদ্য বিতরণ সম্পন্ন করা হয়েছে। আরও ৫০০০ প্যাকেট খাদ্য বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে।

[৫] প্রতি প্যাকেটে খাদ্যে রয়েছে: চাল ১৫ কেজি, আটা ২ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবন ০.৫ কেজি, সয়াবিন তৈল ০.৫ লি., সরিষার তৈল ১০০ মিলি, শুকনা মরিচ ৪০ গ্রাম ও সাবান ১পিছ।

[৬] গণস্বাস্থ্য বলছে, করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে শুরু থেকেই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি দরিদ্র, দিনমুজর, বস্তিবাসীসহ অন্যান্যদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছে।

[৭] এছাড়া খাদ্য বিতরণের প্রতিটি এলাকার উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে, তাদের পরামর্শসহ এলাকার মেম্বার ও চেয়ারম্যানের সহায়তা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিরা সঙ্গে থেকে এই খাদ্য বিতরণ করছে।

[৮] খাদ্য কর্মসূচীতে অর্থ এবং চাল, ডাল, তৈল দিয়ে সহায়তা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির নিকট থেকে সহযোগিতা চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এজন্য প্রতিষ্ঠানটি হিসাব নম্বর দিয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্র, হিসাব নম্বর : ০১০০০০৩১০১১৫৫, ব্যাংক: জনতা ব্যাংক লিমিটেড, দিলকুশা কর্পোরেট শাখা। বিকাশ হিসাব নম্বর: ০১৭৩৩৯৯১৩৯১। গণস্বাস্থ্য কেন্দ্রকে যেকোন দান এনবিআর কর্তৃক আয়করমুক্ত।

[৯] বুধবার বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়