শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে ১১জন করোনায় আক্রান্ত, ৬ বাড়ি লকডাউন

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] গতকাল মঙ্গলবার রাতেই বড়িগুলো লকডাউন করেছে প্রশাসন।

[৩] ১১ নতুন সংক্রমিত ব্যক্তির মধ্যে ৫ জন নগরের। চারজনই একই পরিবারের। ওই পরিবারের প্রধান ব্যক্তির ১১ এপ্রিল করোনা শনাক্ত হলে পাহাড়তলী থানার পাশে ওই ভবনটি লকডাউন করা হয়। মঙ্গলবার রাতে লকডাউনে থাকা বাড়ি থেকে নতুন আক্রান্ত চারজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলুশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

[৪] কাতালগঞ্জ আবাসিক এলাকার বাসিন্দা এক তরুণ চিকিৎসকের করোনা পজিটিভ আসায় চিকিৎসকের বাসস্থান ওই বাড়িটিও লকডাউন করে চট্টগ্রাম নগর পুলিশ। রাতেই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এই চিকিৎসক বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

[৫ ] বোয়ালখালীর সরোয়াতলী ইউনিয়নের এক ব্যক্তি করোনা লক্ষণ নিয়ে নগরীর ম্যাক্স হসপিটালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ম্যাক্স হসপিটাল থাকতেই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সকালে তিনি ম্যাক্স ত্যাগ করলেও রাতে তার করোনা পজিটিভ আসে। রাতেই বোয়ালখালী থানা পুলিশ গিয়ে তার বাড়ি লকডাউন করে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

[৬] সাতকানিয়ার নতুন আক্রান্ত ৫ জনের একজন করোনায় চট্টগ্রামে প্রথম মৃত ব্যক্তি সিরাজুল ইসলামের ছেলে। ওই বাড়ি ১১ এপ্রিল থেকে লকডাউন আছে। অপর চার জনের দুই জন ওই ছেলের বন্ধু। একজন সিএনজি চালক, অপরজন গ্রাম পুলিশ।

[৭ ] সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম জানান, রাতেই নতুন করে ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের সাথে সিদ্ধান্ত নিয়ে পুরো উপজেলাই লকডাউন করতে পারে বলেও জানান তিনি।

[৮] এদিকে ম্যাক্স হাসপাতালে সিসিইউতে কর্মরত একাধিক চিকিৎসক ও নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়