শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টিন সইতে না পেরে আত্মহত্যা করল কিশোরী

যুগান্তর : [২] হোম কোয়ারেন্টিনে থাকতে থাকতে অবসাদে ভুগছিল কিশোরী। এক পর্যায়ে তা আর সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল সে।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটনে।

[৩] দীর্ঘদিন হোম কোয়ারেন্টিনে থেকে হতাশায় ভুগে জো ভিয়ান্নি স্মিথ নামে ১৫ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট। গণমাধ্যমটি জানায়, জো ভিয়ান্নি স্মিথ স্টকটনে বিয়ার ক্রিক হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষক সাংবাদিকদের জানিয়েছেন, ধারণা করছি ঘরবন্দি হয়ে থাকতে থাকতে হতাশ হয়ে পড়ে স্মিথ। মুক্ত হাওয়ায় খেলতে এক অদম্য ইচ্ছা তার মনে চাপ দিচ্ছিল। আর সেই চাপ সইতে না পেরেই আত্মহত্যা করে সে। কারণ সে ছিল চঞ্চল। স্কুলে সফটবল, বাস্কেটবল খেলত সে। গানও গাইত বেশ।

[৪] পুলিশকে একইরকম বক্তব্য দিয়েছেন স্মিথের মা ড্যানিয়েলা হান্ট।

[৫] পুলিশ ও সাংবাদিকদের দেয়া বক্তব্যে ড্যানিয়েলা হান্ট বলেন, ভাবতেই পারছি না যে, মেয়ে আমার এভাবে চলে যাবে। মনের ভেতরে সে যে এতোটা কষ্ট নিয়ে দিনগুলো পার করছিল তা বুঝতে পারিনি আমরা। মা হিসেবে যা করার প্রয়োজন সবই করলেও আমরা ব্যর্থ। যদিও তার সঙ্গে কথা বলাটা আগের চেয়ে বাড়িয়ে তুলেছিলাম।

[৬] প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে অনেক আগেই। এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৪২১ জন। সেখানে মারা গেছে ৭৩১ জন। সব রাজ্য মিলিইয়ে যুক্তরাষ্ট্রে করোনার প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ৮৩৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়