শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় এক-তৃতীয়াংশ বন্দিকে মুক্তি দেয়ার বিষয়ে সম্মত হয়েছেন তুরস্কের আইনপ্রণেতারা

ইয়াসিন আরাফাত : [২] ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ কারাবন্দি থাকা দেশ তুরস্ক। দেশটিতে প্রায় ২ লাখ ৯৪ হাজার বন্দি রয়েছে। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।কারাগারে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

[৩] ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে প্রায় ৪৫ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিতে পার্লামেন্টে বিল উত্থাপন করে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্টস পার্টি (একে পার্টি)। এছাড়া গত বছর কারাগারের ভিড় এড়াতে প্রায় একই সংখ্যক বন্দিকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার প্রস্তাব আনা হয়। আনাদলু নিউজ এজেন্সি

[৪] মঙ্গলবার তুর্কি পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুরিয়া সাদি বিলজিক জানান, একে পার্টি ও এর জাতীয়তাবাদী মিত্রদের সমর্থনে বিলটি ২৭৯-৫১ ভোটে অনুমোদন পায়।

[৫] তবে সন্ত্রাসবাদের অভিযোগে আটক বন্দিরা মুক্তি পাবে না।এই অভিযোগে আটক রয়েছে বহু সরকারবিরোধী। সরকারবিরোধীদের আটক রাখতে ওই বিধান রাখা হয়েছে দাবি করে এই বন্দি মুক্তির উদ্যোগের সমালোচনা করেছে বিরোধীরা।

[৬] ২০১৬ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে তুরস্কে হাজার হাজার রাজনীতিবিদ, সাংবাদিক, অধিকার কর্মী, সরকারি চাকরিজীবী, বিচারিক কর্মকর্তা ও সেনা সদস্য কারাগারে আটক রয়েছে। এদের অনেকের বিরুদ্ধেই সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সাবাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়