শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দির শহীদনগরে ট্রমা সেন্টার আইসোলেশনের জন্য প্রস্তুত

মোশায়ারা আক্তার জলি: [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত উপজেলার শহীদনগর ট্রমা সেন্টারকে ১০শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

[৩] আজ মঙ্গলবার(১৪এপ্রিল)দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন আইসোলেশন সেন্টারটি পরিদর্শন শেষে বলেন,করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০ টি বেড,১০ জন ডাক্তার ও ১৪ জন নার্স প্রস্তুত রাখা হয়েছে। ট্রমা সেন্টারটিতে বিদ্যুৎ,পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিলো।উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী ভিত্তিতে বিদ্যুৎ,পানি ও গ্যাস সংযোগ দেয়া হয়েছে।জনসচেতনতা বাড়াতে ট্রমা সেন্টারটিতে রং-বে রংয়ের ব্যানার,ফেস্টুন ও সৌন্দর্য্য বর্ধনে ফুল গাছ লাগানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.কামরুল ইসলাম খান,সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ সেলিম শেখ প্রমূখ।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমন জানান,আজ মঙ্গলবার উপজেলার দুই জনের করোনার টেস্ট রিপোর্ট পজেটিভ আসে। আইসোলেশনে চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পিপিই,হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ও গ্লাভস প্রদান করা হয়েছে। প্রয়োজনে বেড বাড়ানো হবে।

[৫] দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. কামরুল ইসলাম খান জানান,করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী,উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সামাজিক সংগঠন সার্বক্ষনিক কাজ করছে।মানুষকে ঘরমুখি রাখতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়