শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কোন এলাকায় কতোজন করোনায় আক্রান্ত

মাজহারুল ইসলাম : [২] রাজধানীসহ সারাদেশে ১৪ এপ্রিল পর্যন্ত ১ হাজার ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।

[৩] ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৫৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে আক্রান্তের সংখ্যা ১৬৪।

[৪] রাজধানীর আদাবরে ৫, আগারগাঁও এ ২, আরমানিটোলায় ১, আশকোনায় ১,আজিমপুরে ৬, বাবুবাজারে ১১, বাড্ডায় ৬, বেইলিরোডে ৩, বনানীতে ৮,বংশালে ৭, বানিয়ানগরে ১, বাসাবোতে ১৪, বসুন্ধরায় ৪, বেগুণবাড়িতে ১, বেড়িবাঁধ এলাকায় ১, বসিলায় ১, বুয়েট এলাকায় ১, সেন্ট্রাল রোড এলাকায় ১, চাঁনখারপুল এলাকায় ২, চকবাজারে ৬, ঢাকেশ্বরীতে ১, ধানমন্ডিতে ১৬, ধোলাইখাল ১, দয়াগঞ্জে ১,ইস্কাটনে ১,ফার্মগেটে ১, গেন্ডারিয়ায় ১২, গ্রিনরোডে ১০, গুলিস্থানে ২, গুলশানে ৬, হাতিরঝিলে ১, হাতিরপুলে ৩, হাজারীবাগে ৮, ইসলামপুরে ২, জেলগেটে ২, যাত্রাবাড়ীতে ১৯, জিগাতলায় ৪, জুরাইনে ১, কল্যাণপুরে ১, কামরাঙ্গীরচরে ২, কাজীপাড়ায় ১, খিলাগাঁও এ ১, কদমতলীতে ১, কোতোয়ালিতে ২, কুড়িলে ১, লালবাগে ১৮, লক্ষীবাজারে ২, মালিবাগে ৪, মানিকদিতে ১, মাতুয়াইলে ১, মীরহাজারিবাগে ২, মিরপুর ১-এ ৬, মিরপুর ৬-এ ২, মিরপুর ১০-এ ৬, মিরপুর ১১-তে ১১, মিরপুর ১২-তে ১০, মিরপুর ১৩-তে ২, মিরপুর ১৪-তে ৫, মিটফোর্ডে ১, মগবাজারে ১০, মহাখালীতে ৯, মোহাম্মদপুরে ১৭, মতিঝিলে ১, মুগদায় ১, নবাবপুরে ১, নারিন্দায় ২, নিকুঞ্জতে ১, পীরেরবাগে ২, পুরানাপল্টনে ২, রাজারবাগে ৬, রামপুরায় ২, রায়েরবাগে ১, রায়েরবাজারে ১, সবুজবাগে ২, সায়েদাবাদে ১, শাহআলীবাগে ২, শাহবাগে ৩, শাখারিবাজার ১০, শান্তিবাগে ১, শ্যামপুরে ১, শান্তিনগরে ৬, শ্যামলীতে ১, সোয়ারিঘাটে ৩, সিদ্ধেশ্বরীতে ১, শনিরআখড়ায় ১, সূত্রাপুরে ৬, তেজগাঁও এ ১৫, টোলারবাগে ১৯, উর্দুরোড ১, উত্তরায় ১৭, ভাটারায় ১ এবং ওয়ারিতে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০৯ জনের দেহে করোন াভাইরাস শনাক্ত হয়। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৪৬। তবে নতুন করে কেউ সুস্থ হননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়