শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীতে শস্য উৎপাদনের উপকরণে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে

নাজনীন আহমেদ : কৃষির জন্য প্রণোদনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক ঘোষিত নীতিমালায় বলা হয়েছে যে এই প্রণোদনা থেকে ঋণ পাবে শস্য ও ফসল খাত ব্যতিরেকে কৃষির অন্যান্য খাত যেমন : ফুলফল উৎপাদন, মৎস্য ও পশু পালন ইত্যাদি। কাজেই কৃষক বলতে আমরা সাধারণভাবে যে ধান উৎপাদনকারী কৃষকের কথা বুঝি এই প্রণোদনা তাদের জন্য নয়। কৃষির যে অংশে চলতি মূলধন প্রয়োজন হয় তার জন্যই এটি দেওয়া হয়েছে। কৃষির এই অংশের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষেত্রে ঋণ সুদে দেওয়াটাই ঠিক আছে কারণ তারা সাধারণত সচ্ছল।
আমার আগের স্ট্যাটাসে বলেছিলাম যে, শস্য কৃষকের জন্য এখন বেশি দরকার সাপ্লাই চেইনটা ঠিক রাখা অর্থাৎ ফসল কাটা, চালকল পর্যন্ত তা নিয়ে যাওয়া এবং হাট-বাজারে নিয়ে কী করে বিক্রির ব্যবস্থা ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারটা আমাদের এখনোই ভাবতে হবে। এই শস্য কৃষকেরা যাতে তাদের বোরো ধানের দাম ঠিকমতো পান সেজন্য ধান কাটার ক্ষেত্রে সহযোগিতা বা বিনা সুদে বা অতি অল্প সার্ভিস চার্জ নিয়ে ঋণ দেওয়া যেতে পারে। কৃষি ব্যাংক উদ্যোগ নিতে পারে। তাছাড়া আগামীতে শস্য উৎপাদনের উপকরণে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়