শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দিন

রুশাদ ফরিদী : বাংলাদেশের একজন ডাক্তারের কাছ থেকে মানুষ যে কী আশা করে বুঝি না। ভাই ডাক্তারকে পিশাচ, কসাই বানানোর দরকার নেই, হিরো বানানোরও দরকার নেই। ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দেন। কুয়েত মৈত্রী হাসপাতালের ছয়জন ডাক্তারকে সাময়িক বরখাস্ত করার খবরে উল্লসিত হতে পারেন। মনে হতে পারে উচিত বিচার হয়েছে। কিন্তু ডাক্তার যদি আনসেইফ ফিল করে তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অধিকার আছে চিকিৎসা থেকে বিরত থাকার। হ্যাঁ আপনার কাছে অনেক অমানবিক মনে হতে পারে, যেখানে একজন মানুষের জীবন-মরণের প্রশ্ন, সেখানে একজন ডাক্তার কীভাবে সাহায্য না করে থাকতে পারে? আপনি হয়তো আমাকে এই কথাও বলছেন হয়তো আপনের কেউ তখন দেখা যেতো এতো বড় বড় কথা কই যায়। ভাই আপনিও ডাক্তার নন, আমিও নই, ডাক্তার কী অবস্থায় আছে, ডে-টু-ডে কী ফেস করছে, কে কয়জন জানি? শোনেন আরেকটা কথা বলি, এই দেশে কোনো অভিজাত পেশায়, আমলা, পুলিশ, শিক্ষকতা, ইঞ্জিনিয়ার কোথায় সততা, নিষ্ঠা আছে? আপনে এখন হঠাৎ করে ডাক্তার নিয়ে পড়লে তো হবে না। ডাক্তারকে গালি দেওয়া অনেক সহজ। কিন্তু সেই রাজনৈতিক শক্তির মা-বাবাকে কিছু বলার মুরোদ কি আপনার আছে? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যেই রাজনৈতিক সংস্কৃতি দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ এই দেশে এক জবাবদিহিহীনতা আর বিচারহীনতার সংস্কৃতি জিইয়ে রেখেছে তাকে প্রশ্ন করেন।
এতোদিন পরে ডাক্তারকে বললে হবে আপনারা ঠিকমতো কাজ করেন না কেন? কে এই দেশে কবে ঠিকমতো কাজ করেছে? সব জায়গায় দিনেরাতে অবিচার, অন্যায়, অযোগ্য লোকেদের উত্থান, আস্ফালন আর যোগ্যদের অবমূল্যায়ন আর পতন। এসব দেখে কোনো পেশায় থাকতে পারে ভালো কাজ করার স্পৃহা? এর মধ্যে যে কিছু ডাক্তার আমরা পাচ্ছি যারা এখনো কাজ করছে, যথাসম্ভব চেষ্টা করছে, সেটাই অনেক বড়। সব প্রতিষ্ঠান, সব মূল্যবোধ ধ্বংস করে এখন যতো দোষ ডাক্তার ঘোষ বললে হবে না। আমরা কেউ ভালো নই, কেউ ফেরেশতা নই, সবাই একটা পচে গলে দুর্গন্ধ বের হওয়া যায় এক শাসন ব্যবস্থায় আছি। এর মধ্যে একজন আরেকজনকে গালি দিয়ে পরিবেশ আরও বিষাক্ত করবেন না। গালি যদি দিতেই হয় তাহলে এক কাজ করেন। আগে প্রশ্ন করে জেনে নিন কে দিয়েছে, কে করেছে, কে এনেছে, এই অসহ্য, নোংরা, পচে যাওয়া, ধসে যাওয়া সমাজ, শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থা? তারপর সাহস থাকলে তাকে মনের সুখে গালি দেন। আমিও তখন আপনার সঙ্গে জয়েন দেবো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়