শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় মৃত্যু হওয়া নারীর লাশ দাফনে বাধা ফেনীতে

আরটিভি অনলাইন : [২] করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। স্বাভাবিক মৃত্যু হওয়া মানুষের লাশও দাফন করতে বাধা দিচ্ছে অনেক জায়গায়।
যেমনটা ৬০ বছর বয়সী হাজেরা বেগম মৃত্যু বরণ করেছেন ঢাকাতে। লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ী ফেনীর শর্শদি ইউনিয়নের আবুপুর গ্রামে।

[৩] গতকাল সোমবার তার মরদেহ গ্রামের বাড়ীতে দাফনের জন্য নেয়া হলে করোনা আক্রান্ত রোগীর লাশ ভেবে দাফনে বাধা দেয় এলাকাবাসী। এমন অবস্থায় সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দাফন প্রক্রিয়া শেষ হয়।

[৪] হাজেরা বেগম কিডনি সমস্যা জনিত রোগে মারা যান বলে নিশ্চিত করেছেন উপজেজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ও শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিডনি সমস্যা জনিত রোগে অসুস্থ হয়ে হাজেরা বেগম কল্যাণপুরে একটি বেসরকারি কিডনি হাসপাতালে মারা যান। মৃতের স্বজনেরা রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের বাধা দেয়। একপর্যায়ে গ্রামের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায়। পরে ফেনী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৫] মৃত নারীর ভাই কামাল উদ্দিন মোল্লা বলেন, আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ও তিনি করোনারোগী নয় নিশ্চিত করে লাশ নিয়ে আসি। এরপরও এলাকার কিছু মানুষ লাশ দাফনে বাধা দেয় ও এম্বুল্যান্সে হামলা করে।

[৬] এনিয়ে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, করোনারোগী ভেবে এলাকাবাসী লাশ দাফনে বাধা দেয়ায় রাতেই ফেনীর সুলতানপুর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়