শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

এস এম সাব্বির : [৩] খাদ্য সহায়তার দাবিতে কর্মহীন, অতিদরিদ্র দিনমজুর মানুষ গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

[৩] মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোড়লপাড়া, কারিকরপাড়া ও হিন্দুপাড়ার বাসিন্দারা ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা নামক স্থানে অবরোধ করে খাদ্যের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কের দু’ পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

[৪] খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলী ও সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম টুটুল বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিলে দুপুর ১২ টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

[৫] বিক্ষুব্ধরা জানান, ৩টি পাড়ায় ৮ শ’ পরিবারের বসবাস। এরমধ্যে প্রায় ৩ শ’ পরিবার দিন মজুরী ও হাকারি করে জীবিকা নির্বাহ করে। সরকার গত ২৬ মার্চ থেকে সব বন্ধ করে দিয়েছে, আয়ও বন্ধ। কারো বাড়িতে খাবার নেই। এ পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি খাদ্য সহায়তা পাইনি। পরিবার পরিজন নিয়ে বড় কষ্টে আছি। আমরা স্থানীয পলিটিক্সের শিকার। তাই খাদ্য সহায়তা পাইনি। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের মানুষও ত্রান থেকে বঞ্চিত। পেটের জ্বালায় রাস্তায় নেমেছি। আমরা খাবার চাই।

[৬] দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী মুঠোফোনে জানান, তাদের ঘরে খাবার নেই, খাবারের দাবিতে তারা সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে খাদ্য সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিলে সড়ক অবরোধ তুলে নেয় তারা। ওই ওয়ার্ডে ৮ শ’ পবিবারের বসবাস। ৬০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাকী পরিবারগুলোকেও ত্রাণের ব্যবস্থা করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়