শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লজ্জায় চাইতে না পারা ৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো ডিজেএফবি

সাইদ রিপন : [২] পরিকল্পনা কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

[৩] সোমবার বিকেলে খাদ্যসামগ্রী রাজধানীর মিরপুর, হাতিরপুুল, আগারগাঁওসহ বেশ কয়েকটি এলাকার দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

[৪] ডিজেএফবি জানায়, প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, পেঁয়াজ ও সাবান পৌঁছে দেওয়া হয়েছে।

[৫] এ বিষয়ে ডিজেএফবি’র সভাপতি এফ এইচ এম হুমায়ুন কবীর বলেন, করোনা প্রাদুর্ভাবে অনেকে সরকার বা অন্যান্য সংস্থার সহায়তা নিতে পারছেন না অথচ খাবার কষ্টে আছেন। আমাদের সদস্যদের মাধ্যমে যাদের খাবার প্রয়োজন প্রথমে তাদের তালিকা করেছি। এরপর তালিকা অনুযায়ি সেখানে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

[৬] সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সবাই চেষ্টা করছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করছি। তবে সত্যি বলতে আমরা যা দিয়েছি প্রয়োজনের তুলনায় তা কিছুই না। তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব। ডিজেএফবির এই সার্বিক কার্যাক্রম বাস্তবায়নে যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মফিজুল সাদিক সক্রিয় ভূমিকার রাখেন। তারা বলেন, ডিজেএফবির এ উদ্যোগে অন্যরাও উৎসাহিত হবে এবং সবাই অসহায় মানুষের জন্য এগিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়