শিরোনাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্যেকটি জেলা সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজকে করোনা চিকিৎসার অনুমতি দিচ্ছে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার : [২] জাহিদ মালেক বলেন, এছাড়া বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। মুগদা, পঙ্গু হাসপাতালের পুরনো অংশ ও বার্ন ইউনিটে ৩০০ বেড আছে।

[৩] করোনাভাইরাসের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবন তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

[৪] তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা চলছে কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য। এর মধ্যে শাহাবুদ্দিন হাসপাতাল ও আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল যোগ হচ্ছে।

[৫] এ ছাড়া জেলায় জেলায় বেসরকারি হাসপাতাল যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

[৬] তিনি বলেন, গতদিনের চেয়ে ৩৮ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ২৩ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। ৮৫ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত হোম কোয়ান্টিনে আছেন।

[৭] মঙ্গলবার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়