শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিদিনই বদলে যাচ্ছে পরিস্থিতি, করোনা নিয়ে পুতিন

ইমরুল শাহেদ : [২] রাশিয়ায় এখন করোনা আক্রান্তে সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্মকর্তাদের বলেছেন, আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ন, মস্কো টাইমস

[৩] তিনি ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের বলেছেন, ‘পরিস্থিতি প্রকৃতপক্ষেই বদলে যেতে শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা ভালোর দিকে নয়।’ তবে পুতিন ঘাটতির কথা স্বীকার করে সব কিছু নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ঘাটতি বলতে, করোনা রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যা নেই।

[৪] রাশিয়ায় একদিনে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫০০। তাই প্রেসিডেন্টসহ কর্মকর্তারা সকলেই আতঙ্কিত। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হলো ১৮ হাজার ৩২৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৪৮ জন।

[৫] প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজন মনে হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কাজে লাগানো হবে। তিনি বলেন, ‘আমি জানি আমাদের নানা ধরনের ঘাটতি রয়েছে। তা পূরণের জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।’

[৬] রাশিয়ান কর্তৃপক্ষ সোমবার থেকে করোনাভাইরাসে লকডাউন লঙ্ঘন কমিয়ে আনতে ডিজিটাল পার্মিট ইস্যু করতে শুরু করেছে। রাজধানী মস্কোতে লকডাউন শুরু হয়েছে ৩০ মার্চ থেকে। হাসপাতালগুলো থেকে বলা হচ্ছে, তারা ক্লান্ত হয়ে পড়েছেন।

[৭] রাজধানী এখন করোনাভাইসের মূলকেন্দ্র হয়ে ওঠেছে। মস্কোতেই আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫১৩ জন এবং এখানে মারা গেছে ৮২ জন।

[৮] করোনা বিস্তার ঠেকাতে মস্কোর মেয়র সার্জেই সবিয়ানিন অতিরিক্ত লকডাউন ঘোষণা করেছেন ১৩ এপ্রিল থেকে ১৯ পর্যন্ত। জরুরি নয়, এমন ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা রাখা হয়েছে মুদির দোকান, ওষুধের দোকান, হাসপাতাল ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়