শিরোনাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[1]করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ম্বরুপকাঠীর ইওনো প্রসংশার দাবি রাখে

নিজস্ব প্রতিবেদক : দিন দিন করোনা গ্রাসের থাবা ভয়াবহতার রুপ নিচ্ছে। আর তা প্রতিরোধে পিরোজপুর ম্বরুপকাঠীর এর ইওনো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। করোনা প্রতিরোধ এ রাস্তার মোড়ে বা মহল্লায় চায়ের দোকানসমূহ বন্ধ করতে স্থানীয় সরকার কর্তৃপক্ষ ব্যর্থতায় রমরমা চায়ের আড্ডা দেখা দিয়েছে। এ সকল চায়ের আড্ডা প্রতিরোধে কাউন্সিলর ও ইউপি সদস্যদের শক্ত পদক্ষেপ নেয়া।

৪) প্রবাস ফেরত ব্যক্তিদের মতো ঢাকা বা অন্যান্য স্থান থেকে আগত ব্যক্তিরা হোম কোয়ারেনটাইনে বা আবশ্যিক গৃহবন্দী রাখা।

৫) প্রবাস ফেরত বা ঢাকা থেকে আগত ব্যক্তিগণ মসজিদ বা উপাসনালয়ে প্রবেশ করার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করা।

৬) সন্ধ্যার পর দোকান খোলা রাখার ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা কমিটি পালাক্রম (রোস্টার) তৈরি করে ব্যবস্থা গ্রহন করা। থানার মিয়ারহাট ও জগন্নাথকাঠী বাজার কাঁচা বাজার, ভাসমান মুদি বাজার ও মাছের বাজার বিকেন্দ্রীকরণ করার জন্য বাজার ব্যবস্থাপনা করা। কমিটিকে অনুরোধ করা হলো।

শব-ই-বারাতের রাত থেকে সকল মসজিদ ভিত্তিক প্রোগ্রাম বন্ধ ঘোষণা করা। মসজিদে ওয়াক্তিয়া নামাজে ইমাম ও মুয়াজ্জিন সহ ৫ জনের অধিক ব্যক্তি জমায়েত এর ব্যবস্থা নেয়া। জুম্মার নামাজে দশাধিক মুসুল্লি জড়ো হওয়া থেকে বিরত রাখা।

অত্র এলাকায় কোন লোক মারা গেলে জানাজা সমূহে ১০ এর অধিক ব্যক্তি অংশগ্রহন না করার নিশ্চিত করা।এ ছাড়া স্বরূপকাঠীতে অযাচিত লোক চলাচল চেক পোস্ট বসানো। বরিশাল-স্বরূপকাঠী ও পিরোজপুর-স্বরূপকাঠী সড়ক যোগাযোগ এবং চাদকাঠী-কলাখালী ও ভরতকাঠী-শ্রীরামকাঠী ট্রলার যোগাযোগ নিয়ন্ত্রণ করাসহ বাহির থেকে মালামাল আনা-নেয়ার সুযোগে যাতে ভাইরাস না ছড়ায় সেদিকে কঠোর নজরদারি দেয়া।

এ ছাড়া অন্য জেলা থেকে আগত যে সব ব্যক্তি হোম কোয়ারেন্টাইন মানবেন না, তাদের কোন প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন করা হবে। তা নির্ধারণ করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে তিনি কাজ করে যাচ্ছে।

এ ব্যপারে সরুপকাঠীর ইওনো বিল্লাল হোসেন বলেন, হোম বা প্রাথিষ্ঠানিক কোয়ারেন্টাইন না মানলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়