শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেশন কার্ডে প্রতিদিন খাদ্যসামগ্রী পাচ্ছেন দুইশ পরিবার; করোনায় বরিশালে মানবতার বাজার

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি : [২] পারিবারিক অবস্থা ও পরিবারের সদস্য সংখ্যা বিশ্লেষণ করে গরিব ও কর্মহীনদের জন্য রেশন কার্ডের মাধ্যমে প্রতিদিন ২০০ পরিবারকে মানবতার বাজার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রীর সহায়তা প্রদান করা হচ্ছে। তিনদিন ধরে প্রতিদিনের বাজারে ছয় থেকে সাতশ’ টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচ্ছেন গরিব ও কর্মহীনরা। ১

[৩] ২ এপ্রিল দুপুরে বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে ‘মানবতার বাজার’ এর উদ্বোধণ করেন আয়োজক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব গরীবের বন্ধু খ্যাত ডাঃ মনীষা চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর।

[৪] মানবতার বাজার থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরি ওষুধ ইত্যাদি। প্রতিদিনই আরও নতুন নতুন পণ্য এই বাজারে যুক্ত হচ্ছে।

[৫] ইমরান হাবিব রুম্মন বলেন, প্রতি বইতে আমরা ৪০০/৫০০ পয়েন্ট প্রদান করেছি। যা দিয়ে ওই পরিবার বিনামূল্যে প্রায় সাতশ’ টাকার বাজার করতে পারবেন। আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে প্রতি বইয়ে নতুনভাবে পয়েন্ট যুক্ত করার। আমরা এই সংকটের সময় প্রতিদিন কমপক্ষে ২০০ পরিবারকে এই সহযোগিতা প্রদান করার চেষ্টা করছি। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই বাজার খোলা থাকছে।

[৬] ডাঃ মনীষা চক্রবর্ত্তী বলেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সারাদেশেই বাসদের পক্ষ থেকে এ ধরনের নানান কর্মসূচি পালিত হচ্ছে। বরিশালে এ পর্যন্ত আমরা ৫ হাজারেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি; যা এখনও অব্যাহত রয়েছে।

[৭] তিনি আরো বলেন, করোনার ভয়ে এখন সাধারণ রোগীরাও ভাড়ার এ্যাম্বুলেন্স সংগ্রহ করতে পারছেন না। এ অবস্থায় জেলা বাসদ’র উদ্যোগে রোগীদের পরিবহনের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। পরবর্তীতে তাদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা।

[৮]নগরবাসীর মতে, চলমান করোনাভাইরাস সঙ্কট শুরু হওয়ার পর বরিশাল নগরীতে বাসদ একের পর এক ব্যতিক্রমী কর্মসূচি চালু করছে। ১০টি ইজিবাইক এ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে জরুরী রোগীদের ফ্রি সেবা অব্যাহত রাখার পর এখন মানবতার বাজার খুলে আরও একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়