শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৯ (ভিডিও)

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] মঙ্গলবার দুপুরে আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

[৩] ডা. নাসিমা সুলতানা বলেন, বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। আজ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়নি।

[৪] স্বাস্থ্য বাতায়নে গত ২৪ ঘন্টায় কল এসেছে ৫৩২৫২টি, এই পর্যন্ত ১৭,৫৮,৭৭৪টি। ৩৩৩ এই নাম্বারে গত ২৪ ঘন্টায় ফোন এসেছে ৩৭১২৬টি, এপর্যন্ত ৪,৩৮,৮০৩টি।

[৫] বিমান বন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় কেউ দেশে ঢুকেনি। কিন্তু এ পর্যন্ত সেখানে স্ক্রীনিং করা হয়েছে ৩২২৫২৪ জনকে। সমুদ্র বন্দর দিয়ে আসা ১২৬ জনকে স্ত্রীনিং করাসহ সব মিলিয়ে ১২৪৯০ জন। স্থল বন্দর ১৯ জন, সবমিলিয়ে ৩,২৭,০৪৫ জন। রেলস্টেশনে এই পর্যন্ত ৭০২৯ জন।

[৬] তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্যবিধি অনেকেই মেনে চলছে না। একজন থেকে আরেকজন থেকে কমপক্ষে তিন ফুট দুরত্ব রাখুন। বাইরে গেলে মাস্ক পরুন। একান্ত প্রয়োজন না হলে বাইরে যাবেন না। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোর ভাবে নিয়ম পালন করুন।

[৭] ডা. সুলতানা বলেন, সর্দি কাশি শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে হেল্প লাইনে ফোন করে সাহায্য গ্রহণ করুন। পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

[৮]  বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী। এদিকে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৫ হাজার ১৭৯ জন। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস ১ লাখ ১৯ হাজার ৬৯৯ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়