শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশেদা রওনক খান : ত্রাণ চুরি ঠেকানোর জন্য কিন্তু তারুণ্যই যথেষ্ট

‘যে দেশে দোতলা থেকে নিচতলায় পৌঁছতে ২০ টাকা ১০ টাকা হয়ে যায়, সে দেশে কতো টাকার বাজেট প্রণয়ন করলে তা জনগণের নিকট পৌঁছবে’? বঙ্গবন্ধু বলেছিলেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানান, ‘বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমগুলো অব্যাহত রাখার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় নিম্নোক্ত কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো হলো : ১. স্বল্প আয়ের মানুষদের বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করার জন্য পাঁচ লাখ মেট্রিক টন চাল এবং এক লাখ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে। ২. শহরাঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ওএমএসের আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে। ৩. দিনমজুর, রিকশা বা ভ্যানচালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষ, যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তাদের এককালীন নগদ অর্থ দেওয়া হবে’।

ভয় লাগছে প্রধানমন্ত্রীর এই ঘোষণামাফিক সামগ্রী নিম্ন আয়ের মানুষের কাছে কতোটা পৌঁছবে। আমরা সাহসী হতে পারি, যেখানেই দেখবো ত্রাণ চুরিসহ অনিয়ম হচ্ছে, মুঠোফোনে ছবি/ভিডিও করে ফেসবুকে দিয়ে দিতে পারি। আগের যুগে ত্রাণ চুরি করে পার পাওয়া যেতো, এখন এই ডিজিটাল যুগে আমরা একটু সচেতন হলেই কিন্তু থেমে যাবে ত্রাণ চোরগুলো। ভয় পাবে চুরি করতে। অনেকেই ইতোমধ্যে কাজটি করছেন, তাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ত্রাণ চুরি কিন্তু আমরাই ঠেকাতে পারি। দরকার তারুণ্যের একটু সাহস আর মানবপ্রেম। তরুণরা বদলালেই বদলে যাবে দেশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়